TRENDING:

Water and Food For Sunita Williams: মহাকাশের স্পেস স্টেশনে সুনীতা উইলিয়ামসরা রোজ কত কত খেতেন জানেন, আন্দাজ আছে কী পরিমাণ জল লাগে একজন মহাকাশচারীর

Last Updated:
Water and Food For Sunita Williams: দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের সময়, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপীয় মহাকাশ সংস্থার মতে,মহাকাশে দ্রুত পেশী ক্ষয় এবং হাড়ের ক্ষয় এড়াতে নভোচারীদের সপ্তাহে ছয় দিন কমপক্ষে ২ ঘন্টা করে ব্যায়াম করতে হবে।
advertisement
1/9
স্পেস স্টেশনে সুনীতা উইলিয়ামসরা রোজ কত কত খেতেন জানেন, আন্দাজ আছে কী পরিমাণ জল লাগত
এবার সুনীতা উইলিয়ামসের ঘরে ফেরার পালা৷ অনেক বাধা বিঘ্ন, নির্দিষ্ট সময়ে ফিরতে না পারা সব পর্ব শেষ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামসের যখন স্পেস স্টেশনে ছিলেন তখন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আপডেট আসছিল৷ যার মধ্যে একসময়ে সুনীতার ওজন দ্রুত হ্রাস হচ্ছে  বলে মনে করা হয়েছিল৷ সেই সময়ে নাসা তা খারিজ করে দিয়েছিল ৷ জানেন কি মহাকাশের স্পেস স্টেশনে যখন মহাকাশচারীরা থাকেন তখন তাঁরা কী পরিমাণে খাবার খান জানলে চোখ কপালে উঠবে৷
advertisement
2/9
মহাকাশে ক্যালোরির প্রয়োজনীয়তা অনেকটা বেশি এবং তা বেশ জটিলও৷  নভোশ্চদের সাধারণত তাদের কাজের চাপের উপর নির্ভর করে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,৮০০ ক্যালোরির প্রয়োজন হয়৷  মাইক্রোগ্রাভিটি-পাওয়ারড মাসল এবং হাড়ের ক্ষয়, বিপাকের পরিবর্তন এবং কঠোর ব্যায়ামের রুটিনের মতো কারণগুলি তাদের ওজনকে প্রভাবিত করতে পারে।
advertisement
3/9
মিশনের চাহিদার উপর ভিত্তি করে ক্যালোরির চাহিদাও ওঠানামা করতে পারে, যা মহাকাশচারীদের স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বজায় রাখার জন্য অভিযোজিত খাদ্যতালিকাগত কৌশলের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
advertisement
4/9
দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের সময়, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপীয় মহাকাশ সংস্থার মতে,মহাকাশে দ্রুত পেশী ক্ষয় এবং হাড়ের ক্ষয় এড়াতে নভোচারীদের সপ্তাহে ছয় দিন কমপক্ষে ২ ঘন্টা করে ব্যায়াম করতে হবে।
advertisement
5/9
যেহেতু পৃথিবীর তুলনায় তাদের বেশি ক্যালোরির প্রয়োজন, তাই এই ক্যালোরি গ্রহণের দুই-তৃতীয়াংশ আসে নাসার  মহাকাশ অভিযানের জন্য পূর্বনির্ধারিত এবং বেসিক ফুড সাপ্লাই থেকে৷
advertisement
6/9
এদিকে খাবারের পাশাপাশি স্পেস স্টেশনে মহাকাশচারীদের জলও লাগে প্রচুর৷ প্রতিদিন এক গ্যালন করে জল লাগে এক একজন মহাকাশচারীর৷
advertisement
7/9
রোজ এই বিপুল পরিমাণে জল লাগে খাবার তৈরি করতে, খাবার তৈরি করতে এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিচ্ছন্নতা বজায় রাখতে, পরিষ্কার থাকতে৷
advertisement
8/9
মহাকাশচারীদের যাতে জলের যোগান কম না হয় তার জন্য ৫৩০ গ্যালনের পরিষ্কার জলের  ওয়াটার ট্যাঙ্ক থাকে৷ এই জল দিয়ে তারা সুপ, ক্যাসারোল খাওয়ার জন্য রান্নাতেও ব্যবহার করে৷
advertisement
9/9
মহাকাশে এই জলের যোগানে মহাকাশচারীদের শরীরের ঘাম এমনকি মূত্রকেও পরিশ্রুত করে পেয় জলে পরিণত করা হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Water and Food For Sunita Williams: মহাকাশের স্পেস স্টেশনে সুনীতা উইলিয়ামসরা রোজ কত কত খেতেন জানেন, আন্দাজ আছে কী পরিমাণ জল লাগে একজন মহাকাশচারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল