Astrology: মোবাইলের রিংটোন-ই আপনার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তুলবে, আনবে টাকা-নাম-যশ, জেনে নিন কোন রাশি কী রিংটোন ব্যবহার করবেন
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
রিংটোন বদলাতে পারে ভাগ্য! কীভাবে? জানাচ্ছেন পাটনার বিখ্যাত জ্যোতিষী ডক্টর শ্রীপতি ত্রিপাঠী
advertisement
1/12

বর্তমানে আমাদের প্রত্যেকের হাতেই একটি করে মোবাইল ফোন রয়েছে। দিনে কয়েকবারই এই ফোন বেজে উঠলে একটা রিংটোন শোনা যায়। এই মোবাইল রিংটোন আমাদের মেজাজ ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পটনার বিখ্যাত জ্যোতিষী ডক্টর শ্রীপতি ত্রিপাঠী বলেছেন যে, এই রিংটোনটি যদি রাশি অনুসারে ব্যবহার করা হয় তবে জীবনে মানসিক চাপ কমবে এবং আনন্দ বাড়বে।
advertisement
2/12
মেষ রাশি --মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গলের জাতক জাতিকারা উৎসাহী মেজাজের হন। তাই এই রাশির জাতক জাতিকাদের রিংটোন হিসাবে উচ্ছ্বসিত এবং নতুন গান বেছে নেওয়া উচিত। ধর্মীয় কাজে উৎসাহীরা তাঁদের ভাগ্য সমৃদ্ধ করতে হনুমান চালিসা বা ধর্মীয় রিংটোন বেছে নিতে পারেন।
advertisement
3/12
বৃষ রাশি-- এদের অধিপতি শুক্র। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের রোমান্টিক গান, কাওয়ালি ইত্যাদি বেছে নেওয়া উচিত। ভাগ্য শক্তিশালী করতে, দেবী লক্ষ্মী সম্পর্কিত রিংটোন নির্বাচন করা যেতে পারে।
advertisement
4/12
মিথুন রাশি -- এই রাশির অধিপতি হলেন বুধ। অনুপ্রেরণামূলক গান, কবিতা, গীতা পাঠ ইত্যাদি বেছে নেওয়া উচিত। গণেশ ভগবানের সঙ্গে সম্পর্কিত রিংটোনও বেছে নেওয়া যেতে পারে।
advertisement
5/12
কর্কট রাশি-- কর্কট রাশির অধিপতি চন্দ্র। এরা কমেডি বা মেলোডি সং বেছে নিতে পারেন। ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত রিংটোনও মনকে শান্ত ও প্রফুল্ল রাখবে।
advertisement
6/12
সিংহ রাশি-- এদের প্রভু হলেন সূর্যদেব। যে কোনও মুভির ডায়লগ বা যে কোনও মুভির শক্তিশালী ডায়লগ পছন্দ বা সূর্য সম্পর্কিত রিংটোনও ভাগ্যকে সমৃদ্ধ করবে।
advertisement
7/12
কন্যা রাশি-- অধিপতি হলেন বুধদেব। এদের ইউনিক কোনও গান বেছে নেওয়া উচিত। ভাগ্যকে সমৃদ্ধ করতে গণেশবন্দনা সম্পর্কিত রিংটোন বেছে নেওয়া উচিত।
advertisement
8/12
তুলা রাশি-- এই রাশির অধিপতি শুক্র। এঁরা ধীর এবং দ্রুতলয় গান উভয়ই ব্যবহার করতে পারেন। মনকে খুশি রাখতে প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাতের মনোমুগ্ধকর শব্দ রিংটোন হিসেবে ব্যবহার করা উচিত।
advertisement
9/12
বৃশ্চিক রাশি-- এদের অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রিংটোন হিসেবে পুরনো গজল, কবিতা ইত্যাদি বেছে নেওয়া উচিত। রিংটোন, কলার টিউন হিসেবে মা দুর্গার ভজন বা মন্ত্র ব্যবহার করা যেতে পারে।
advertisement
10/12
ধনু রাশি--এদের অধিপতি দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির মানুষদের উচিত ধর্মীয় গান, গুরু মন্ত্র বা গায়ত্রী মন্ত্রকে মোবাইল রিংটোন বা কলার টিউন হিসেবে বেছে নেওয়া। ধনু রাশির জাতক জাতিকাদের উচিত কোনও মহান ব্যক্তির কণ্ঠস্বর বা ধর্মীয় তথ্যপূর্ণ রিংটোন ব্যবহার করা।
advertisement
11/12
কুম্ভ রাশি-- অধিপতি হলেন শনিদেব, এঁদের এমন গান বা মিউজিক রিংটোনে ব্যবহার করা উচিত যেগুলি মৃদু তালের, যেমন মাউথ অর্গান এবং বেহালার সুর।
advertisement
12/12
মীন রাশি-- এদের অধিপতি বৃহস্পতি। দেশাত্মবোধক গান বা সুরেলা ভজন এঁদের জন্য যথার্থ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Astrology: মোবাইলের রিংটোন-ই আপনার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তুলবে, আনবে টাকা-নাম-যশ, জেনে নিন কোন রাশি কী রিংটোন ব্যবহার করবেন