Ghibli Artwork: ঘিবলি জ্বরে কাঁপছে গোটা বিশ্ব! কিন্তু, কোথা থেকে এল এই অদ্ভুত নাম? কোথা থেকে পথচলা শুরু এই কার্টুনের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু, যে বিষয় নিয়ে এত মাতামাতি সেই 'ঘিবলি আর্ট'আদতে কী? কোথা থেকে এল এমন অদ্ভুত নাম? এমন নামের অর্থই বা কী? কেন এবং কী ভাবে জনপ্রিয়তা পেল এই 'ঘিবলি শিল্প'? নতুন ট্রেন্ডের গোড়ার কথায় দেখে নেওয়া যাক।
advertisement
1/9

বিগত দু-তিন দিন ধরে ঘিবলি জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। চেনা, অচেনা মানুষদের 'কার্টুন অবতারে' দেখে অবাক হয়েছেন অনেকেই! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ফুটবলার লিওনেল মেসি, প্রত্যেকেই পোস্ট করেছেন নিজেদের 'কার্টুন ছবি'। এই আর্টের নাম 'ঘিবলি আর্ট'।
advertisement
2/9
কিন্তু, যে বিষয় নিয়ে এত মাতামাতি সেই 'ঘিবলি আর্ট'আদতে কী? কোথা থেকে এল এমন অদ্ভুত নাম? এমন নামের অর্থই বা কী? কেন এবং কী ভাবে জনপ্রিয়তা পেল এই 'ঘিবলি শিল্প'? নতুন ট্রেন্ডের গোড়ার কথায় দেখে নেওয়া যাক।
advertisement
3/9
ঘিবলি আদতে কী?আসলে একটি অ্যানিমেশন স্টুডিয়োর নাম। এই স্টুডিয়োর জন্ম হয় ১৯৮৫ সালে, জাপানের টোকিওতে। মূলত উজ্জ্বল জলরঙ দিয়ে আঁকা কিংবা আক্রেলিক রঙ দিয়ে হাতে আঁকা হত স্টুডিয়োর সমস্ত অ্যানিমেশন। ক্রমেই এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। ওয়াল্ট ডিজনি প্রস্তাব দেয় অংশীদারির। ফলে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ঘিবলির কার্টুন।
advertisement
4/9
ঘিবলি নামের অর্থ কীঘিবলি নামের বিভিন্ন অর্থ হয়। বিভিন্ন দেশে এই নামের ব্যবহারও রয়েছে। কিন্তু, এই শব্দের সবথেকে প্রাচীন উল্লেখ পাওয়া যায় আরব্য শব্দ 'জিবলি'-তে। এই নামের অর্থ হল সাহারা মরুভুমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানর জন্য। 'ঘিবলি' স্টুডিয়োর তিন প্রধান প্রতিষ্ঠাতার প্রধান যিনি, সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি 'ঘিবলি' নাম বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের থেকে।
advertisement
5/9
ক্যাপ্রোনি কা. ৩০৯ নামের ওই বিমান ছিল সেই সময় সাহারা মরুভূমিতে ইতালির নজরদার বিমান। সেই বিমানের নামও ছিল ঘিবলি বিমান নিয়ে আগ্রহী মিয়াজাকি সেই নামের মানে জেনে তাঁর খুব ভাল লেগেছিল। মিয়াজাকি চেয়েছিলেন, ঘিবলি তাঁর নামের অর্থের মতোই অ্যানিমেশনের দুনিয়ায় পালে নতুন হাওয়া নিয়ে আসবে।
advertisement
6/9
ঘিবলির জনপ্রিয়তা ঠিক কতখানি তা দেখা যাক। গত ৩৮ বছরে হাতেগোানা ২২টি ছবি তৈরি করেছে ঘিবলি স্টুডিয়ো। টেলিভিশনের জন্য তাঁরা বানিয়েছিল ৩টি ছবি। আর সেই ছবির প্রত্যেকটি অ্যানিমেশন দুনিয়ায় প্রবল আদৃত। ঘিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফতা, গোল্ডেন গ্লোব প্রতিটি পুরস্কারই জিতেছে।
advertisement
7/9
ঘিবলির 'স্পিরিটেড অ্যাওয়ে' হল প্রথম 'নন-ইংলিশ' অ্যানিমেশন ছবি, যা মূল বিভাগে অস্কার জেতে। ২০২১ সালে ঘিবলির জনপ্রিয়তা দেখে টোকিওর ঘিবলির মিউজিয়ামও তৈরি হয়। ২০২৪ সালে এশিয়ার 'নোবেল প্রাইজ' বলে পরিচিত র‍য্ামন ম্যাগসেসাই পুরষ্কারও পান।
advertisement
8/9
সম্প্রতি ওপেন এআই-এর চ্যাটজিপিটির ব্যবহারকারীরা দেখতে পান তাঁরা নিজেদের ছবি ঘিবলি অ্যানিমেশনে বদলে নিতে পারছেন। এরপরেই ঘিবলি আর্টের চাহিদা তুঙ্গে ওঠে।
advertisement
9/9
এই প্রসঙ্গে অল্টম্যান জানান, "ঘিবলি ছবির চাহিদা সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। ফলে চ্যাটজিপিটির গ্রাফিক প্রসেসিং ইউনিট গলে আসছে।" তাই জনতার উদ্দেশে এই ছবির ব্যবহারে রাশ টানার আর্জি জানান তিনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ghibli Artwork: ঘিবলি জ্বরে কাঁপছে গোটা বিশ্ব! কিন্তু, কোথা থেকে এল এই অদ্ভুত নাম? কোথা থেকে পথচলা শুরু এই কার্টুনের?