Air Conditioner Coaches: ট্রেনে সব সময় মাঝ খানেই কেন থাকে এসি কামরা? জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Air Conditioner Coaches: ট্রেনের ঠিক মাঝ খানের দিকেই থাকে এসি কোচ বা কামরা! কিন্তু কেন ? জানুন কারণ
advertisement
1/5

ট্রেনে তো কম বেশি সকলেই চড়েন। দূর পাল্লার ট্রেন হোক বা রোজকার যাত্রা। ট্রেনের সঙ্গে সকলের পরিচয় আছে। কিন্তু জানেন কী ট্রেনের এসি কামরা সব সময় মাঝ খানে কেন থাকে? photo source collected
advertisement
2/5
কখনও দেখবেন না ট্রেনের শুরুতে বা শেষে এসি কোচ রাখতে। মধ্যে খানেই থাকে। photo source collected
advertisement
3/5
ইঞ্জিন, তারপর জেনারেল, স্লিপার তারপর গিয়ে এসি কামরা থাকে এবং শেষে ফের জেনারেল কামরা থাকে। photo source collected
advertisement
4/5
যদিও রেলের তরফে এর বিশেষ আলাদা কিছু কারণ জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে তা অবাক করে। photo source collected
advertisement
5/5
আসলে মাঝ খানে এসি কামরা থাকলে জেনারেলের ভিড়টা কম হবে। সব মানুষ হয় সামনে পা পিছনের দিকেই ভিড় জমাবেন। যারা এসিতে যাতায়াত করবেন, তাঁদের বাড়তি সুবিধা দিতেই এই ব্যবস্থা! তবে মাঝখানে এই এসি বগি থাকার কোনও সঠিক কারণ নেই! photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Air Conditioner Coaches: ট্রেনে সব সময় মাঝ খানেই কেন থাকে এসি কামরা? জানলে অবাক হবেন