Weather Update: সামনেই বেড়াতে যাচ্ছেন ‘এই’ জেলায়, কুয়াশার চাদর মুড়ে জমিয়ে ঠান্ডা উপভোগ করুন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Weather Update: সপ্তাহ জুড়ে উষ্ণতার পারদ নিম্নমুখী থাকার কারণে কুয়াশাচ্ছন্ন থাকছে কোচবিহার রাজবাড়ি সহ জেলার একাধিক পর্যটনস্থল গুলি। এই পরিবেশ আকর্ষণ করছে জেলার বাইরের বহু পর্যটকদের।
advertisement
1/7

ঘন সাদা কুয়াশার চাদরে মুড়ে রয়েছে শহর কোচবিহার। সকালের এই কুয়াশার পরিবেশের আনন্দ উপভোগ করতে রাস্তায় বেরিয়েছেন বহু মানুষ। প্রায় সকলেই কুয়াশার মধ্যে সেরে নিচ্ছেন মর্নিং ওয়াক।
advertisement
2/7
নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও বাড়তে নারাজ উষ্ণতার পারদ। পারদ হয়ে রয়েছে নিম্নমুখী। সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৬° সেলসিয়াস। এবং সর্বনিম্ন থাকতে চলছে ১১° সেলসিয়াস।
advertisement
3/7
সদর শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘি। এই সাগরদিঘি চত্বরের চারিপাশে কুয়াশায় মাঝেই মর্নিং ওয়াক এবং সকালের শরীরচর্চা সারছেন বহু মানুষ। অনেকে আবার চায়ের আড্ডায় মেতে উঠেছেন।
advertisement
4/7
ঘন কুয়াশা থাকার কারণে যান চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। সকালের সমস্ত বাসের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই বাস স্ট্যান্ডে বহু মানুষকে দেখা গেল বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে।
advertisement
5/7
কুয়াশা ঢাকা পরিবেশে চায়ের দোকানের গরম চায়ে চুমুক দিয়ে আড্ডায় মেতে উঠেছেন বহু মানুষ। ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে শীতের আমেজ অনুভব করার মজাটাই যেন একেবারে আলাদা।
advertisement
6/7
সকালের স্কুল গুলির মধ্যে পড়ুয়াদের ভিড় রয়েছে। শীতের পোশাক পড়ে স্কুলে হাজির হয়েছে স্কুলের বহু পড়ুয়ারা। সব মিলিয়ে শীতের আমেজে স্কুলে আসার বিষয় দারুণ উপভোগ করছে পড়ুয়ারা।
advertisement
7/7
সপ্তাহজুড়ে উষ্ণতার পারদ নিম্নমুখী থাকার কারণে কুয়াশাচ্ছন্ন থাকছে কোচবিহার রাজবাড়ি সহ জেলার একাধিক পর্যটনস্থল গুলি। এই পরিবেশ আকর্ষণ করছে জেলার বাইরের বহু পর্যটকদের।