TRENDING:

Viral News: বাথরুমের ভিতরে কে? কী করছে এসব! এলাকার লোক জমা হতেই ফাঁস হল রহস্য

Last Updated:
Viral News: গোটা এলাকার লোক জমে যায়! কে ঢুকে বসে আছে বাথরুমে? কী করছে এসব? জানুন
advertisement
1/6
বাথরুমের ভিতরে কে? কী করছে এসব! এলাকার লোক জমা হতেই ফাঁস হল রহস্য
হঠাৎ নকশাল বাড়ি বাথরুমের সামনে জমায়েত নকশাল বাড়ির স্থানীয়দের। ভাবছেন কী এমন রয়েছে বাথরুমের ভিতর? গোটা এলাকার লোক জমায়েত হয়ে সে একেবারে বিরাট কাণ্ড! (তথ্য: অনির্বাণ রায়)
advertisement
2/6
কী ঘটছে বাথরুমে? তবে কী কোনও নিষিদ্ধ কাজ? গ্রামের লোকজনের সামনেই ফাঁস হল রহস্য! কাণ্ড জানলে চমকে যেতে হয়! শেষে কিনা বাথরুমে?(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
3/6
আসলে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হরিণ। হরিণ দেখতেই ওই বাথরুমের সামনে ভিড় নকশালবাড়ির এলকার মাল্লাবাড়ি গ্রামের স্থানীয়রা । জানা গিয়েছে বুধবার সকালে চাষের জমিতে হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে জল খাওয়ার সময় হরিণকে ধরতে গেলে ছুট দেয় হরিণ।‌ আস্তানার খোঁজে বাথরুমে আটকে পড়ে হরিণটি।(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
4/6
তারপর সেই হরিণ দেখতেই স্থানীয়রা জমায়েত করে ওই বাথরুমের সামনে। খবর দেওয়া হয় পানিঘাটা বনদফতরকে ।খবর পেয়ে তৎক্ষণাৎ পানিঘাটা বনদফতর ও এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি করে হরিণকে।(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
5/6
স্থানীয় বাসিন্দা শ্যামলাল সিংহ জানান, " সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ কুকুরগুলো হরিণটির পেছনে ধাওয়া করছিল। তারপর সেই হরিণটি পুকুরে জল খেতে নেমে সেখানে পড়ে যায়। আমরা গিয়ে হরিণটিকে উদ্ধার করতে গেলেই হরিণটি ছুটে গিয়ে বাথরুমে ঢুকে যায়। তারপর আমরা বাইরে থেকে দরজা বন্ধ করে হরিণটিকে সেখানে আটকে রাখি এবং বন দফতরে খবর দিই।"(তথ্য: অনির্বাণ রায়)
advertisement
6/6
তার কথায়, গ্রামের আগে কেউ কখনও হরিণ দেখেনি তাই সেই হরিণটিকে দেখতে আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক এসে ভিড় জমিয়েছিল। বন দফতরের লোক এসে হরিণটি উদ্ধার করেছে। স্বাস্থ্য পরীক্ষার পর উদ্ধার হরিণকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। (তথ্য: অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Viral News: বাথরুমের ভিতরে কে? কী করছে এসব! এলাকার লোক জমা হতেই ফাঁস হল রহস্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল