TRENDING:

১০০ টাকায় ১ থালা 'খাসির মাংস-ভাত'...! কোথায় পাবেন জানেন? ১০ গোল দেবে 'হাই-ফাই' রেস্তোরাঁর খাবারকে, গ্যারান্টি!

Last Updated:
Mangsho Bhaat: মাংস-ভাত! শুনলেই মনে বাজে 'ঝঙ্কার বিটস'? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। চটপট পড়ে ফেলুন এক নিঃশ্বাসে। কারণ এমন এক ঠিকানা বাতলে দেব আজ যেখানে মাত্র ১০০ টাকায় মিলবে ১ প্লেট খাসির মাংস আর ভাত! 
advertisement
1/7
১০০ টাকায় ১ থালা 'খাসির মাংস-ভাত'...! কোথায় পাবেন জানেন? ১০ গোল দেবে 'হাই-ফাই' রেস্তোরাঁকে
মাংস-ভাত! শুনলেই মনে বাজে 'ঝঙ্কার বিটস'? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। চটপট পড়ে ফেলুন এক নিঃশ্বাসে। কারণ এমন এক ঠিকানা বাতলে দেব আজ যেখানে মাত্র ১০০ টাকায় মিলবে ১ প্লেট খাসির মাংস আর ভাত! Representative Image
advertisement
2/7
কলকাতায় রাজু দার পরোটা যদি বিখ্যাত হয়, তাহলে কোচবিহারে নাম করেছে ডোডেয়ার হাটের এই ১০০ টাকার মাংস ভাত। সস্তায় রাজকীয় খাওয়ার টানে ভিড় জমে আশপাশের জেলা থেকেও।- Representative Image
advertisement
3/7
মাত্র ১০০ টাকায় মিলছে খাসির মাংস ভাত, আর সেটাই এখন খাওয়ার দুনিয়ায় হয়ে উঠেছে কোচবিহারের অন্যতম আকর্ষণ। অনেক ইউটিউবাররা রিল বানিয়ে আরও ভাইরাল করে দিচ্ছে এই বিখ্যাত ১০০ টাকার মাংস ভাতকে। Representative Image
advertisement
4/7
কোচবিহারে সপ্তাহে দু’দিন শনিবার ও মঙ্গলবার ডোডেয়ার হাট বসে। হাট বসলেই সজল দাসের হোটেলে জমে যায় ভিড়। খাবারের তালিকায় কী আছে জানেন? গরম ভাতের সঙ্গে খাসির মাংস, ডাল, একরকম ভাজা, সবজি আর  সুস্বাদু চাটনি—সব মিলিয়ে ভরপেট এক থালা। অথচ দাম মাত্র ১০০ টাকা।
advertisement
5/7
সজলবাবু জানান, “এই হাটে খাসির মাংসের আলাদা নাম রয়েছে। তাই ভাবলাম যদি কম দামে পেট ভরে খাওয়াতে পারি, সেটাও একধরনের সেবা। প্রায় ১৭ বছর ধরে আমি এই দোকান চালাচ্ছি। বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন।” Representative Image
advertisement
6/7
খাবারের মান, স্বাদ আর দামএই তিনে মিলে তৈরি হয়েছে জনপ্রিয়তা। অনেকেই বলছেন, শহরের অভিজাত রেস্তরাঁর দামি খাওয়ারের পাশে এই খাসির মাংস-ভাত অনেক বেশি হৃদয়গ্রাহী এবং পরিপূর্ণ।সাপ্তাহিক হাটে এই দোকান এখন যেন এক ‘ফুড ডেস্টিনেশন’। Representative Image
advertisement
7/7
কেউ বন্ধুদের নিয়ে, কেউ বা পরিবারের সঙ্গে—শুধু এক প্লেট খাসির মাংস ভাতের স্বাদ নিতে ডোডেয়ারের পথে হেঁটে আসেন অনেকেই। আপনিও নিশ্চই বুঝে নিলেন হদিস? কোচবিহার গেলে উইশ লিস্টে এই একটি জিনিস থাকা কিন্তু মাস্ট! Representative Image Annanya Dey
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
১০০ টাকায় ১ থালা 'খাসির মাংস-ভাত'...! কোথায় পাবেন জানেন? ১০ গোল দেবে 'হাই-ফাই' রেস্তোরাঁর খাবারকে, গ্যারান্টি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল