TRENDING:

দেবী পক্ষেই কন্যা সন্তানকে ভাসিয়ে দিল স্রোতস্বিনী গঙ্গায়, তোলপাড় এলাকা

Last Updated:
Malda News: মাঝগঙ্গায় আচমকা শিশুর আওয়াজ, ভেসে যাওয়া বেবি বাথটব থেকে উদ্ধার ফুটফুটে সদ্যোজাত।
advertisement
1/6
দেবী পক্ষেই কন্যা সন্তানকে ভাসিয়ে দিল স্রোতস্বিনী গঙ্গায়, তোলপাড় এলাকা
#মালদহ: দেবী ভাসানের দিনে মাঝ গঙ্গায় থেকে আচমকা ভেসে এলো শিশুর কান্নার আওয়াজ। মুহূর্তের মধ্যে যে শব্দ এসে পৌছলো পাড়ে বসে থাকা মানুষ জনের কানে। শিশুর আর্তনাদের উৎস মুখ খুঁজতে গিয়ে সকলের চোখে পড়ে মাঝগঙ্গায় কিছু একটা ভেসে যাচ্ছে। যেখান থেকে বেরিয়ে আসছে কান্নার রোল। যা নাড়া দেয় উপস্থিত বেশ কয়েকজনকে। গঙ্গায় ভেসে যাওয়া ওই লক্ষ্য বস্তুকে নজর করে পাড় বরাবর দৌড়াতে থাকেন কয়েকজন।
advertisement
2/6
খানিকক্ষণের মধ্যেই দেখা মেলে একটি নৌকোর। এরপর নৌকো নিয়ে এগিয়ে গিয়ে দেখা যায়, একটি প্লাস্টিক বেলুন জাতীয় বেবি বাথ টবের ভেতরে শুয়ে কাঁদছে এক শিশু। বয়স বড়জোর দিন ১৫।
advertisement
3/6
এরপর শিশুটিকে উদ্ধার করে আনা হয় নদীর পাড়ে। খবর চাউর হতেই ভিড় জমে যায় নদীর ঘাটে। মালদহের রতুয়া থানার বিলাইমারি এলাকার ঘটনা। প্লাস্টিকের ওই বেবি টবে শুইয়ে দিয়ে কেউ বা কারা শিশু কন্যাটিকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন বলেই অনুমান।
advertisement
4/6
মালদহে গঙ্গায় এই মুহূর্তে রয়েছে প্রবল জলস্রোত। সময়মতো নজর না করলে শিশুটির ভবিষ্যৎ কি হতো তা বলা যথেষ্ট কঠিন। জানা গেছে, বিলাইমারির বাসিন্দা আকমল হোসেন নৌকায় চেপে প্রথম ভাসমান বয়াটি থেকে শিশু কন্যাকে উদ্ধার করে আনেন।
advertisement
5/6
খবর পেয়ে এলাকায় পৌঁছই মহানন্দাটোলা ফাঁড়ি এবং রতুয়া থানার পুলিশ। প্রথমে শিশুকে উদ্ধার করে মহানন্দা টোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
advertisement
6/6
বর্তমানে ওই শিশুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। ওই শিশু সম্পূর্ণ সুস্থ বলেও প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছেন চিকিৎসকেরা।রতুয়া'য-১ ব্লকের বিলাইমারির যে এলাকায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তার খুব কাছেই বিহারের জলসীমা। স্থানীয়দের অনুমান, বিহার থেকে ওই শিশুকে ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। Input-  Sebak DebSarma
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
দেবী পক্ষেই কন্যা সন্তানকে ভাসিয়ে দিল স্রোতস্বিনী গঙ্গায়, তোলপাড় এলাকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল