TRENDING:

Kali Puja 2021 | Burj Khalifa: শ্রীভূমির পরে এবার 'বুর্জ খলিফা' উত্তরবঙ্গে! ফের কোভিড বিধি ভুলে মানুষের ঢল মণ্ডপে

Last Updated:
Kali Puja 2021 | Burj Khalifa: দুবাইয়ের (Dubai) বুর্জ খলিফার আদলে তৈরি এই মণ্ডপ ঘিরে কম হইচই হয়নি। সেই একই থিমে এবার ভিড় জমালো জলপাইগুড়ির (Jalpaiguri) বুর্জ খলিফা মণ্ডপ।
advertisement
1/9
শ্রীভূমির পরে এবার বুর্জ খলিফা উত্তরবঙ্গে! ফের কোভিড বিধি ভুলে মানুষের ঢল মণ্ডপে
এবারের পুজোয় বার বার খবরের শিরোনামে উঠে এসেছে শ্রীভূমির বুর্জ খলিফা (Burj Khalifa)। দুবাইয়ের (Dubai) বুর্জ খলিফার আদলে তৈরি এই মণ্ডপ ঘিরে কম হইচই হয়নি। সেই একই থিমে এবার ভিড় জমালো জলপাইগুড়ির (Jalpaiguri) বুর্জ খলিফা মণ্ডপ।
advertisement
2/9
করোনাকে তোয়াক্কা না করে শ্রীভূমির বুর্জ খলিফায় ভিড় করেছিল কাতারে কাতারে মানুষ। সেই ক্রেজ এবার উত্তরবঙ্গে। জলপাইগুড়িতে কালীপুজোয় (Kali Puja 2021) নবারুণ সঙ্ঘ ক্লাব তৈরি করল বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ।
advertisement
3/9
এই মণ্ডপটি উচ্চতায় ১০৪ ফুট। চওড়ায় ৫৪ ফুট। আর তাই স্বাভাবিক ভাবেই ফের মানুষের ঢল নেমেছে বুর্জ খলিফা (Burj Khalifa) থিমের মণ্ডপ দেখতে।
advertisement
4/9
মণ্ডপের চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে সন্ধে নামতেই ভিড় হচ্ছে মানুষের।
advertisement
5/9
কলকাতা শ্রীভূমিতে ভিড় এতটাই হয়েছিল যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বন্ধ হয়েছিল পুজো মণ্ডপ।
advertisement
6/9
কিন্তু ফের তেমনই ভিড় জমছে উত্তরবঙ্গের বুর্জ খলিফায়। যদিও পুজো কমিটির সম্পাদক জানাচ্ছেন, এন্ট্রি ও এক্সিট পয়েন্টে যথেষ্ট জায়গা রাখা হচ্ছে।
advertisement
7/9
একে কোভিড চলছে। তার মধ্যেই পৃথিবীর সর্বোচ্চ উঁচু মিনারের আকর্ষণ। আর এর মধ্যে যাতে দূরত্ব বিধি বজায় রয়েছে কি না সেদিকে নজর দিতে কালঘাম ছুটছে পুজো কমিটির।
advertisement
8/9
ইতিমধ্যেই এলাকায় গিয়ে কোভিড বিধি বুঝিয়ে এসেছেন পুলিশ আধিকারিকরা। বাড়ানো হয়েছে ভলিন্টিয়ারের সংখ্যা।
advertisement
9/9
শ্রীভূমির পুজো নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। সবে সেসব ভুলে গিয়েই এখন জলপাইগুড়ির মূল আকর্ষণ নবারুণ সঙ্ঘের বুর্জ খলিফা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Kali Puja 2021 | Burj Khalifa: শ্রীভূমির পরে এবার 'বুর্জ খলিফা' উত্তরবঙ্গে! ফের কোভিড বিধি ভুলে মানুষের ঢল মণ্ডপে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল