Health Tips: আজ-ই বাজার থেকে কিনুন সস্তার এই সুস্বাদু শাক...ওজন কমবে হুহু করে, ডায়াবেটিস থাকবে বশে, দূর হবে পেটের যে-কোনও সমস্যা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
বলে শেষ করা যায় না এই শাকের গুণ। ডায়াবেটিস থেকে কোষ্ঠকাঠিন্য... একাধিক জটিল রোগের যম এই সস্তার শাক
advertisement
1/8

বিভিন্ন খাবারের মাধ্যমে মেথি খাওয়া হয়। কিন্তু শুধু মেথি দানাই নয়,মেথি শাকের মধ্যেও রয়েছে প্রচুর গুণ। মেথি স্বাদে কিছুটা তেতো খেতে হয়। তবে মেথির শাক বেশ সুস্বাদু খেতে।
advertisement
2/8
চিকিৎসক তুহিন শর্মা জানান, মেথি শাকের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ভিটামিন এবং বেশকিছু পুষ্টিকর উপাদান। বিভিন্ন খাবারের পুষ্টিগুণ ও স্বাদ বাড়াতে মেথি শাক ব্যবহার হয়।
advertisement
3/8
অনেকের সকালে হজমের সমস্যা দেখা যায়। হজমশক্তি উন্নত করতে মেথি শাকের জুরি মেলা ভার। পেটফোলা ও বদহজমের সমস্যা কমাতেও দারুণ কাজ করে এটি।
advertisement
4/8
ফিট ও সুস্থ-সবল থাকতে প্রতিদিন এই শাক খাওয়া যেতেই পারে। ডায়াবেটিস হলে মেথি শাক খাওয়া দারুণ উপকারী। তবে শুধু সুগারের রোগীদের জন্যই নয়, সকলের জন্যই মেথি শাক অত্যন্ত উপকারী।
advertisement
5/8
অ্যাসিডিটির সমস্যা দূর করতে মেথির শাকের কোনও বিকল্প হয় না। পেটের যে-কোনও সমস্যা থেকে সহজে মুক্তি পেতে চাইলে রোজকার খাবারে রাখুন মেথি শাকের স্যুপ বা সবজি।
advertisement
6/8
মেথি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই ওজন কমাতে কিংবা ওজন নিয়ন্ত্রণের রাখতে খাবার পাতে রাখা উচিত এই লো ক্যালোরির শাক
advertisement
7/8
ত্বকের যে-কোনও সমস্যা মেটায় মেথি শাক। ত্বকের দাগ-ছোপ কমাতে এই শাক অবশ্যই খাওয়া উচিত। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বক ভাল রাখে। এই শাকের গুণে যেমন ত্বকের জেল্লা বাড়ে, তেমনই দূর হতে পারে খুশকি। এরই পাশাপাশি, কমতে পারে ব্রণর সমস্যা।
advertisement
8/8
বছরের এই মরশুমে শিশু থেকে প্রবীণদের মধ্যে ভাইরাসজনিত অসুখ দেখা দেয়। এই শাকে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে