TRENDING:

পুজোর কেনাকাটায় মহা চমক! এক ছাদের নিচে দেশজোড়া ফ্যাশনের সম্ভার! কোথায় বলুন তো?

Last Updated:
শুধু কাপড় নয় এক‌ই ছাদের তলায় রয়েছে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজের সম্ভার।
advertisement
1/5
পুজোর আগে কেনাকাটার স্বর্গ! এই বাজারে ক্রেতাদের হুড়োহুড়ি
পুজোর আগে মালদহে একটুকরো জাতীয় বাজার। দেশের নানান প্রান্তের নিত্য নতুন আধুনিক ডিজাইনের পোশাক ও বিভিন্ন রকম জিনিসপত্রের সম্ভার নিয়ে হাজির ভিন রাজ্যের বিক্রেতারা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
পুজোর আগে কেনাকাটার স্বর্গ! এই বাজারে ক্রেতাদের হুড়োহুড়ি
ভিন রাজ্য দিল্লি, রাজস্থানের জয়পুর, মুজাফফরপুর এবং কলকাতা ও শিলিগুড়ি সহ একাধিক জায়গার জামা কাপড়ের একেবারে নতুন কালেকশন ও বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে এই বাজারে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
মালদহ শহরের বালুচর মাহেশ্বরী ভবনে মাহেশ্বরী মহিলা সংগঠনের উদ্যোগে এক সেলস কাম এগজিবিশনের আয়োজন করা হয়। শুধু কাপড় নয় এক‌ই ছাদের তলায় রয়েছে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজের সম্ভার। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
প্রথম দিনেই এই সেলস কাম এগজিবিশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ক্রেতাদের। পুজোর কেনাকাটা সহ বাড়ির সমস্ত রকম নৃত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এদিন এই এগজিবিশনে ভিড় জমান শহরবাসী। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
এই সংগঠনের এক সদস্যা জানান, "শুধু মালদহ নয় তাদের এই সংগঠনের উদ্যোগে দেশব্যাপী সেলস কাম এগজিবিশন চলছে। তাদের এই এগজিবিশনের মূল উদ্দেশ্য হল পুজোর আগে জেলাবাসীকে একেবারে আলাদা রকম নিত্য নতুন জামাকাপড়, জুয়েলারী, জুতো, লেডিস ও জেন্স ব্যাগ, মেয়েদের কুর্তি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কে তুলে ধরা এবং বিক্রি করা।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
পুজোর কেনাকাটায় মহা চমক! এক ছাদের নিচে দেশজোড়া ফ্যাশনের সম্ভার! কোথায় বলুন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল