TRENDING:

Dooars Tourism: জঙ্গল খুলতেই বাড়ছে পর্যটকের সংখ্যা, সাফারি নিয়ে ক্ষোভে ফুটছে পর্যটন ব‍্যবসায়ীরা, কারণ জানুন আপনিও

Last Updated:
Dooars Tourism: কিছুদিনের অপেক্ষা, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। আর সেই জঙ্গল খোলার আগেই পর্যটকদের কথা মাথায় রেখে বন দফতরের কাছে একগুচ্ছ দাবি রাখলেন আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদালবস্তির পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
1/5
জঙ্গল খুলতেই বাড়ছে পর্যটক সংখ্যা, সাফারি নিয়ে ক্ষোভে ফুটছে পর্যটন ব‍্যবসায়ীরা, কারণ জানুন
*আলিপুরদুয়ার, অনন্যা দে: ১৬ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে গিয়েছে চলেছে ডুয়ার্সের জঙ্গল। আর সেই জঙ্গল খোলার আগেই পর্যটকদের কথা মাথায় রেখে বন দফতরের কাছে একগুচ্ছ দাবি রাখলেন আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদালবস্তির পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
2/5
*অভিযোগ, জঙ্গল ঘেরা এই গ্রামে পর্যটকদের আনাগোনা বাড়লেও বাড়েনি সাফারি গাড়ির সংখ্যা এবং জঙ্গল সাফারির নতুন দিক বা রুটের সংখ্যাও। পর্যটন ব্যবসায়ীদের দাবি, বর্তমানে চারটি সাফারি গাড়ি রয়েছে এই কোদালবস্তি এলাকায়।
advertisement
3/5
*পর্যটকদের সংখ্যা অনুযায়ী তা পর্যাপ্ত নয়। কোদালবস্তি এলাকায় জঙ্গলের সৌন্দর্য ও বন্যপ্রাণী দেখতে ভিড় জমান পর্যটকরা।
advertisement
4/5
*যার কারণে আরও চারটি গাড়ি বাড়ানো হলে খুবই ভাল হয় বলে জানান তারা। এছাড়া, বর্তমানে তিনটি রুটে সাফারি হয়। পর্যটকদের জন্য জঙ্গলের আরও কিছু নতুন রুট বা দিক খোলা হলে নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন তারা।
advertisement
5/5
*পর্যটন ব্যবসায়ীদের কথায়, বর্তমানে ছ'জন গাইড থাকলেও, চারটি গাইডের পদ খালি রয়েছে। তা পূরণেরও দাবি জানিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন জলদাপাড়া সহকারী বন্যপ্রাণ আধিকারিক নভিকান্ত ঝাঁ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Dooars Tourism: জঙ্গল খুলতেই বাড়ছে পর্যটকের সংখ্যা, সাফারি নিয়ে ক্ষোভে ফুটছে পর্যটন ব‍্যবসায়ীরা, কারণ জানুন আপনিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল