TRENDING:

Dev Movie: জন্মদিনে দেবের ডবল উপহার! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের বায়োপিকে মেগাস্টার, সামনে এল পোস্টার

Last Updated:
Dev Next Movie: দেবের জন্মদিনে মুক্তি পেয়েছে প্রজাপতি ২। এদিনই সামনে এল পরবর্তী ছবির পোস্টার। উত্তরবঙ্গের গর্ব, পদ্মশ্রী প্রাপক ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের বায়োপিকে অভিনয় করতে চলেছেন মেগাস্টার দেব।
advertisement
1/6
জন্মদিনে দেবের ডবল উপহার! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের বায়োপিকে মেগাস্টার
জন্মদিনের দিনই সামনে এল দেবের পরবর্তী ছবির পোস্টার। নতুন বছরে বড়পর্দায় উত্তরবঙ্গের গর্ব, পদ্মশ্রী প্রাপক ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের জীবনের গল্প তুলে ধরতে চলেছেন মেগাস্টার দেব। বড়দিনের আনন্দের মাঝেই এই ঘোষণা যেন উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ উপহার, শুধু তাই নয় গোটা দেশের কাছেও এক অনন্য প্রাপ্তি।
advertisement
2/6
দীর্ঘদিন ধরেই করিমুল হকের জীবন নিয়ে সিনেমা তৈরির কথা চলছিল। বলিউডে এই বায়োপিক হওয়ার পরিকল্পনাও ছিল। যদিও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। কোথাও যেন মনের মধ্যে একটি সূক্ষ্ম ইচ্ছে ছিল, আগে বাংলার ছেলের গল্প বাংলাতেই বড়পর্দায় উঠে আসুক। সেই ইচ্ছে পূরণ করলেন দেব।
advertisement
3/6
বড়দিন ও নিজের জন্মদিন - এই দুই বিশেষ দিনে দেব নিজে তাঁর অনুরাগীদের জন্য এই সুখবর তুলে ধরলেন। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে দেব অভিনীত ‘প্রজাপতি টু’। সেই ছবির রেশ কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণায় খুশির হাওয়া বইছে দর্শক মহলে।
advertisement
4/6
করিমুল হকের বায়োপিকের খবরে খুশি সমাজকর্মীরাও। সমাজকর্মী রাকেশ দত্ত বলেন, “করিমুল হক শুধু উত্তরবঙ্গের নন, গোটা দেশের মানবতার প্রতীক। তাঁর জীবন সংগ্রাম ও নিঃস্বার্থ কাজ বড়পর্দায় তুলে ধরা মানে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। দেব এই দায়িত্ব নিয়েছেন—এটা আমাদের সকলের জন্য গর্বের।”
advertisement
5/6
অন্য সমাজকর্মী পুষ্কর পাল জানান, “বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক মানুষের পাশে দাঁড়ানোর এক জীবন্ত উদাহরণ। তাঁর গল্প যদি বাংলা সিনেমার হাত ধরে দেশজুড়ে পৌঁছে যায়, তাহলে সমাজে মানবিকতার বার্তা আরও শক্তিশালী হবে। এই ছবির জন্য আমরা অধীর অপেক্ষায়।”
advertisement
6/6
সব মিলিয়ে, বড়দিনের উৎসবের আবহে দেবের এই ঘোষণা উত্তরবঙ্গের গর্বকে আরও একবার জাতীয় মঞ্চে তুলে ধরল। করিমুল হকের জীবনের গল্প এবার বড়পর্দায় কীভাবে ফুটে ওঠে, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Dev Movie: জন্মদিনে দেবের ডবল উপহার! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের বায়োপিকে মেগাস্টার, সামনে এল পোস্টার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল