TRENDING:

ক্যানসার থেকে বাঁচাবে সিগারেট !

Last Updated:
নয়া গবেষণায় দাবি এমনই, কিন্তু.......................
advertisement
1/5
ক্যানসার থেকে বাঁচাবে সিগারেট !
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন সতর্কবাণীতে ভরে গিয়েছে সিগারেটের প্যাকেট থেকে সিনেমার পর্দা ৷ সিগারেট ঠোঁটে ওঠানোর আগে প্যাকেটের ভয়ঙ্কর ছবি দেখে চমকে উঠতে হয় ৷ তখন উপরের শিরোনামে এমন দাবি, নতুন করে এপ্রিল ফুল বানানোর প্রচেষ্টা বলেই নিশ্চয় ভাবছেন অনেকে ৷ কিন্তু এই কথা দাবি আমেরিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে টোব্যাকোকে উপকারী উপাদান বলে দাবি করা হয়েছে ৷
advertisement
2/5
শুধু তাই নয় ASU বায়োডিজাইন ইনস্টিটিউটের গবেষক চার্লস আর্নটজেন এবং তাঁর সহকর্মীদের দাবি, ক্যানসার প্রতিরোধে তামাক বা টোব্যাকোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷
advertisement
3/5
ক্যানসার সহ আরও কিছু গুরুতর অসুখের ভ্যাকসিন তৈরিতে কাজে লাগানো হচ্ছে তামাককে ৷ তাই তামাকের নিত্য ব্যবহার মানুষের শরীরে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে এই গবেষক দল ৷
advertisement
4/5
তবে কোনও কিছুর অতিরিক্ত ব্যবহার যেমন ভালো নয়, তেমন ধূমপানে অতিরিক্ত আসক্তিতে শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলবে সে সম্বন্ধে কোনও সন্দেহ নেই ৷
advertisement
5/5
তাই ক্যানসার প্রতিরোধের বাহানায় হাতে লাইটার আর সিগারেট তুলে নিলে তা কর্কট রোগের আক্রমণ থেকে বাঁচাবে না তাকে আমন্ত্রণ করে আনবে, সম্পর্কে আমাদের কোনও মতামত নেই ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ক্যানসার থেকে বাঁচাবে সিগারেট !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল