TRENDING:

হাত দিয়ে 'বিরিয়ানি'...! তীব্র কটাক্ষে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মেয়র প্রার্থী, জোহরান মামদানি, পাল্টা উত্তর নেটিজেনদের!

Last Updated:
Zohran Mamdani: সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ট্যাগ করে টেক্সাসের কংগ্রেসম্যান ব্রান্ডন গিল কটাক্ষ ছুড়ে দেন, ‘আমেরিকার সভ্য মানুষরা এভাবে খায় না। যদি আপনি পশ্চিমা রীতিনীতি গ্রহণ করতে অসুবিধে হয়, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যান।’
advertisement
1/8
হাত দিয়ে 'বিরিয়ানি'...! তীব্র কটাক্ষে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মেয়র প্রার্থী, মামদানি
হাত দিয়ে বিরিয়ানি খবৰ ভিডিও ভাইরাল হতেই রিপাবলিকান কংগ্রেসম্যানের রোষের মুখে ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কের মেয়র প্রার্থী, মীরা নায়ার পুত্র, জোহরান মামদানি।
advertisement
2/8
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ট্যাগ করে টেক্সাসের কংগ্রেসম্যান ব্রান্ডন গিল কটাক্ষ ছুড়ে দেন, ‘আমেরিকার সভ্য মানুষরা এভাবে খায় না। যদি আপনি পশ্চিমা রীতিনীতি গ্রহণ করতে অসুবিধে হয়, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যান।’
advertisement
3/8
তবে গিলের এই পোস্টে পাল্টা কটাক্ষ ফিরে আসে নেটিজেনদের কাছ থেকে। উল্লেখ্য এই গিলই ভারতীয় বংশোদ্ভূত ডানপন্থী ভাষ্যকার দীনেশ ডি’সুজার মেয়ে ড্যানিয়েল ডি’সুজারকে বিয়ে করেছেন। অনেকে আবার পাল্টা উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে পিৎজা খাওয়ার ছবি দিয়েছেন।
advertisement
4/8
গিলের এই প্রতিক্রিয়ায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, অনেকেই তার মন্তব্যের সমালোচনা করেন। কেউ কেউ এক্স হ্যান্ডেলের কমেন্ট বক্সে লেখেন, "এশিয়ান রেস্তোরাঁয় চপস্টিক ব্যবহার করাতেও কি আপনি বিরক্ত হন?"
advertisement
5/8
অপর একজন ব্যবহারকারী লেখেন, "আপনি টাকো, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার ইত্যাদি কীভাবে খান? আপনি কি লেইসও কাঁটাচামচ দিয়ে খান?" তৃতীয় একজন লিখেছেন, "আপনি আসলে ওঁর নীতির সমালোচনা করতে পারছেন না তাই আপনি ওঁর সংস্কৃতির উপর ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নিচ্ছেন।"
advertisement
6/8
প্রসঙ্গত, এই প্রথমবার নয় টেক্সাসের ২৬তম ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসম্যান গিল তাঁর বর্ণবাদী মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে আগেও সমালোচনার মুখে পড়েছেন।
advertisement
7/8
এদিকে জোহরান মামদানির যে ভিডিওটি নিয়ে এত বিতর্কের ঝড়, সেটি আদতে তাঁর একটি সাক্ষাৎকারের অংশ বলে জানা গিয়েছে। মামদানি সেখানে হাতে করে বিরিয়ানি খেতে খেতে সাক্ষাৎকারটি দিয়েছিলেন।
advertisement
8/8
প্রথম যে অ্যকাউন্ট থেকে সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয় সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘জোহরান বলছেন যে তাঁর দৃষ্টিভঙ্গি তৃতীয় বিশ্বের দ্বারা অনুপ্রাণিত। সেই কারণেই তিনি হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছিলেন।’
বাংলা খবর/ছবি/দেশ/
হাত দিয়ে 'বিরিয়ানি'...! তীব্র কটাক্ষে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মেয়র প্রার্থী, জোহরান মামদানি, পাল্টা উত্তর নেটিজেনদের!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল