TRENDING:

#Yearender2018: জিও ধামাকা! মাত্র ৫০১ টাকায় 'স্মার্টফোন'

Last Updated:
advertisement
1/6
#Yearender2018: জিও ধামাকা! মাত্র ৫০১ টাকায় 'স্মার্টফোন'
২০১৭ সালে বর্ষায় ঘটেছিল বিপ্লব৷ ২০১৮ সালেও তা চলেছে৷ বরং বিপ্লব আরও জোরদার হয়েছে৷ আর সেই বিপ্লবের কাণ্ডারি রিলায়েন্স জিও৷ ২০১৮ সালে ফিরে দেখলে, টেলিকমে যে যুগান্তকারী ঘটনাগুলি ঘটেছে অন্যতম হল জিও ফোন ২৷ মাত্র ৫০১ টাকায় ডিজিটাল বিপ্লব৷
advertisement
2/6
২০১৮ সালের জুলাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় জিও ফোন ২ ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ ১৫ অগাস্ট থেকে মেলে নতুন ফোন ৷ মাত্র ৫০১ টাকাতেই৷ ফোনটির দাম ২৯৯৯ টাকা৷ মনসুন হাঙ্গামা অফারে পুরনো জিও ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন গ্রাহকরা পেয়ে যান ৫০১ টাকায় ৷ নতুন অফারটি শুরু হয় ২১ জুলাই থেকে৷
advertisement
3/6
জিও ফোনে এবার মিলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের মতো ফিচার্স রয়েছে৷ স্মার্টফোনের মতোই জিও ফোনে রয়েছে JioTV, JioCinema, JioMusic, JioChat, Google Maps ও Facebook৷
advertisement
4/6
জিও ফোনের জন্যে একটি বিশেষ নতুন ভার্সান তৈরি করেছে হোয়াটসঅ্যাপ৷ এতে ফটো ও ভিডিও পাঠাতে পারেন গ্রাহকরা৷ সহজেই ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠানোরও সুবিধা পাওয়া যাবে৷
advertisement
5/6
JioPhone2-এ থাকছে হরাইজোন্টাল ডিসপ্লে স্ক্রিন যাতে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে ৷ QWERTY কিবোর্ড সুবিধা পাবেন এই ফোনে ৷ ফলে টাইপিং-এ সুবিধা হবে অনেকটাই ৷ 512MB র‍্যাম থাকছে ৷ 4GB স্টোরেজ তো থাকবেই, এক্সার্টানল স্টোরেজের মাধ্যমে 128GB পর্যন্ত হতে পারে আপনার ফোনের স্টোরেজ ৷ ২ মেগাপিক্সেল ক্যামারের সঙ্গে থাকছে ফ্রন্ট VGA ক্যামেরা যাতে সেলফি উঠবে দারুণ ৷ Wi-Fi, GPS,ব্ল‌ু টুথ আর FM-এ সুবিধাও থাকবে ৷
advertisement
6/6
দেশের ২৪টি ভাষায় লেখা যাবে এই ফোনে ৷ ফলে উপকৃত হবেন সমাজের সবস্তরের মানুষ, নিজের ভাষায় মেসেজ লিখতে ও পড়তে পেরে ৷ হোয়াটসঅ্যাপ ও ইউটিউব থাকবে ফোনে৷
বাংলা খবর/ছবি/দেশ/
#Yearender2018: জিও ধামাকা! মাত্র ৫০১ টাকায় 'স্মার্টফোন'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল