Yearender2018: দশেরার রাতে ট্রেনের চাকায় পিষেছিল ৬১ প্রাণ
Last Updated:
ভিডিয়োয় দেখা যায়, গতিতে ছুটলেও, ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য।
advertisement
1/6

দশেরার সেই ভয়াবহ রাত ভুলবে না অমৃতসর-সহ গোটা দেশ৷ রাবণবধের রাতে হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে কাটা পড়ে বেঘোরে চলে যায় ৬১টি প্রাণ৷ ১০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন৷ দেশের ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম অমৃতসর৷
advertisement
2/6
২০১৮ সালের ১৯ অক্টোবর দশেরা পালন করতে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ৷ রেললাইন সংলগ্ন এলাকাতেই চলছি রাবণ বধ৷ ভিড়ে বহু মানুষ চলে আসেন রেললাইনে৷ সেই সময়ই হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ঢুকে পড়ে ওই লাইনে৷ মুহূর্তে পিষে দেয় ৬১টি জনকে৷
advertisement
3/6
ভিডিয়োয় দেখা যায়, গতিতে ছুটলেও, ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য।
advertisement
4/6
ট্যুইট করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং লেখেন, ‘দশেরার মত পবিত্র দিনে এহেন ট্রেন দুর্ঘটনায় আমি বিস্মিত ৷ সরকারি এবং বেসরকারি হাসপাতাল খোলা রয়েছে ২৪ ঘণ্টা ৷ আহতদের যথাযথ চিকিৎসা হবে ৷ দ্রুত উদ্ধারকাজ হচ্ছে ৷ জেলা কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছি ৷ তিনিও তদারকি করবেন গোটা বিষয়টি ৷’
advertisement
5/6
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইমারজেন্সি ব্রেক লাগানোর পরও ট্রেন থামেনি ৷ এবং ততক্ষণে বেশ কয়েকজন ট্রেনের তলায় চলে আসে ৷ ট্রেন যখন প্রায় থেমে আসছে তখন বিপুল সংখ্যায় মানুষ ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ৷ ট্রেনের যাত্রীদের সুরক্ষার জন্য তখন ট্রেনের গতি বাড়িয়ে সেখান থেকে ট্রেন এগিয়ে চলে ৷
advertisement
6/6
রেলের তরফেও ড্রাইভারের গাফিলতি অস্বীকার করা হয়৷ ওই ট্রেনের চালক জানান, তিনি সবুজ সিগনাল দেখেই ট্রেন চালিয়েছিলেন৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷