OMG ! পেটের ভিতরে স্টিলের গ্লাস, তারপরে যা হয়েছে দেখলে চক্ষু হবে চড়কগাছ
Last Updated:
advertisement
1/7

পেটের মধ্যে ধাতব পয়সা পাওয়ার ঘটনা নতুন নয় ৷ বাচ্চারা ভুল বশত অনেক সময়ে গিলে ফেলে ৷ পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করতে হয় ৷ এমন এক মানুষের গল্প সামনে এসেছে যার পেট থেকে কোনও ধাতব পয়সা নয় পাওয়া স্টেনলেস স্টিলের একটি আস্ত গ্লাস ৷ তবে পেটের ভিতরে কেমন করে গ্লাস প্রবেশ করেছে ৷ শুনে নেওয়া যাক সম্পূর্ণ কাহিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/7
হরিয়ানার ফরিদাবাদের এক বাসিন্দার বেশ কেয়কদিন ধরেই পেটে যন্ত্রণা করছিল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/7
ক্রমাগত যন্ত্রণা আর সহ্য করতে না পেরে হাসপাতালে গিয়েছিল ৷ চিকিৎসকেরা X-Ray করার নির্দেশ দিয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/7
X-Ray রিপোর্ট সামনে আসতেই চিকিৎসকের রাতের ঘুম উড়ে গিয়েছিল ৷ পেটের ভিতরে পাওয়া গিয়েছে স্টিলের গ্লাস ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/7
তারপরেই রোগীকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/7
চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরে এই সিদ্ধান্তে এসেছে ৭ দিন আগে গ্লাসটি মলদ্বার দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করেছিল ৷ তারপরে বড় অন্ত্রে তা এমন ভাবে ফেঁসে গিয়েছে যা অনেক মুশকিল পরিস্থিতির সৃষ্টি করেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/7
চিকিৎসকেরা একবার এই গ্লাস বের করার চেষ্টা করলে মলদ্বার জখম হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷