TRENDING:

World Food Safety Day : এগিয়ে চার প্রতিবেশী! খাদ্যসুরক্ষা ও লিঙ্গসাম্যে রাষ্ট্রপুঞ্জের সূচকে দু-ধাপ নামল ভারত...

Last Updated:
চলতি বছরে বিশ্বের ১৯৩ দেশের মধ্যে ভারতের অবস্থান ১১৭-তে ৷ গত বছর যা ছিল ১১৫ ৷ দুর্ভাগ্যজনকভাবে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও ভারতকে পিছনে ফেলে দিয়েছে।
advertisement
1/7
এগিয়ে চার প্রতিবেশী! খাদ্যসুরক্ষা ও লিঙ্গসাম্যে UN সূচকে দু-ধাপ নামল ভারত...
বিশ্ব খাদ্যসুরক্ষা দিবসে ভারতের জন্য সুখবর নেই আন্তর্জাতিক মাপকাঠিতে। খাদ্যসুরক্ষার প্রশ্নে রাষ্ট্রপুঞ্জের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ (SDGs) বা স্থায়ী উন্নতির সূচকে আগের তুলনায় দু’ধাপ নীচে নেমে গেল ভারত ৷ একই হাল লিঙ্গসাম্যের ক্ষেত্রেও। সেখানেও রাষ্ট্রপুঞ্জের সূচকে আবারও দু-কদম পিছিয়ে পড়ল ভারত। তাৎপর্যপূর্ণভাবে আন্তর্জাতিক এই তালিকায় কয়েকধাপ এগিয়ে রয়েছে ভারতের চার প্রতিবেশী দেশ।
advertisement
2/7
চলতি বছরে বিশ্বের ১৯৩ দেশের মধ্যে ভারতের অবস্থান ১১৭-তে ৷ গত বছর যা ছিল ১১৫ ৷ দুর্ভাগ্যজনকভাবে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও ভারতকে পিছনে ফেলে দিয়েছে। রাষ্ট্রপুঞ্জ ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর পরিকল্পনা হাতে নিয়েছিল ২০১৫ সালে। লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফেরানো৷
advertisement
3/7
সেই লক্ষ্যে ১৭টি বিষয়কে চিহ্নিত করা হয়৷ যে ১৭টি বিষয়কে দূর করতে দেশগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা নিতেও বলা হয় রাষ্ট্রপুঞ্জের তরফে। বিষয়গুলি হল দারিদ্র দূরীকরণ, সকলের জন্য খাদ্যসুরক্ষা, সুস্বাস্থ্য, উন্নত শিক্ষা, লিঙ্গবৈষম্য প্রতিরোধ। রাষ্ট্রপুঞ্জের সেই ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর সূচকে ভারত গত বছরের তুলনায় খারাপ ফলে করে দুই ধাপ নিচে নামল ৷ যা বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের থেকেও খারাপ৷
advertisement
4/7
ভারতের সর্বমোট স্কোর একশোর মধ্যে ৬১.৯ ৷ সমাজে প্রত্যেকের খাদ্যসুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এবং লিঙ্গ বৈষম্যগত পার্থক্য ও তার জেরে অপরাধমূলক ঘটনা বেড়ে চলাতেই এই হাল ভারতের। এমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/7
অন্য দিকে এনভায়ারমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স (EPI)-এ ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১৬৮-তে ৷ ইপিআই-এর ক্ষেত্রে বিবেচনা করা হয় দেশের প্রাকৃতিক পরিবেশের স্বাস্থ্য, আবহাওয়া, বায়ু দূষণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বাস্তু সংক্রান্ত পরিষেবা ও জীববৈচিত্র।
advertisement
6/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বার বার দেশের সব কে সাথে সব কে বিকাশের দাবি করা হলেও। কোথাও গিয়ে সেই আস্ফালন আর পরিসংখ্যান স্ব-বিরোধী তত্ব দিচ্ছে বিশ্বের একসময় অন্যতম বৃহৎ অর্থনীতির এই দেশে। তথ্য বলছে, জনস্বাস্থ্য থেকে সর্বজনীন শিক্ষা, শিশুদের অপুষ্টি দূরীকরণ বা বেকারত্ব— অর্থনীতি-কর্মসংস্থানের মতো এই সব গুরুত্বপূর্ণ সূচক ক্রমশই তলিয়ে যাচ্ছে একদা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হয়ে ওঠা ভারত।
advertisement
7/7
প্রতিবেশী বাংলাদেশ তো বটেই, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রেই ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। আর এই পরিসংখ্যানই চিন্তার ভাজ ফেলছে দেখার অর্থনীতিবিদদের কপালে।
বাংলা খবর/ছবি/দেশ/
World Food Safety Day : এগিয়ে চার প্রতিবেশী! খাদ্যসুরক্ষা ও লিঙ্গসাম্যে রাষ্ট্রপুঞ্জের সূচকে দু-ধাপ নামল ভারত...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল