সরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর, মিলবে ৬০ হাজার টাকারও বেশি বোনাস
Last Updated:
advertisement
1/4

গত বছরের তুলনায় এবছর কোল ইন্ডিয়া ৫.৫ শতাংশ বেশি বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ সংস্থা FY18 এর জন্য প্রত্যেক কর্মচারীকে ৬০,৫০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্তে নিয়েছে ৷ এই শুক্রবার থেকে কর্মচীরার পেয়ে যাবেন তাদের বোনাস ৷ বোনাস দেওয়ার জেরে প্রায় ১৬০০ কোটি টাকা খরচ হবে ৷ ম্যানেজমেন্ট ও ইউনিয়নের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
2/4
বৈঠকের নেতৃত্বে ছিলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল কুমার ঝা ৷ বোনাসের লাভ পাবেন ২০১৭-১৮ মার্চের মধ্যে কর্মরত ছিলেন যে কর্মীরা তারাই পাবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে ১০ অক্টোবর পর্যন্ত বোনাস দিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছে ৷ ১২ অক্টোবর পর্যন্ত শেষ সময় সময়সীমা নির্ধারিত করা হয়েছে ৷
advertisement
3/4
বৈঠকের প্রথমে শ্রমিকদের ইউনিয়নের প্রতিনিধিদের সংস্থার আর্থিক পরিস্থিতি নিয়ে জানানো হয় ৷ সাতের মধ্যে চারটি কয়লা সংস্থা বিসিসিএল, ডব্লুসিএল, সিসিএল ও ইসিএল-এর বর্তমান পরিস্থিতি ঠিক নয় ৷ এই সংস্থাগুলির আগের বছরও বেশি লাভ হয়নি ৷
advertisement
4/4
বর্তমানে কোল ইন্ডিয়ায় ২.৯৮ লাখ কর্মী রয়েছে ৷ যারা এই আর্থিক বছরে অবসর নিয়েছেন তারাও বোনাস পাবেন ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রিমকদের বোনাস অ্যাক্ট অনুযায়ী কোল সংস্থার কর্মীদের ৮.৩৩ শতাংশ বোনাস দেওয়া হবে ৷