৩ দিন ধরে দরজা বন্ধ! 'প্রেমিকের' সঙ্গে স্ত্রী, খেতে দিতেই ভুলে গেলেন সন্তানদের! মাঝরাতে হঠাৎ স্বামী ফিরতেই দেখলেন...সর্বনাশ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Husband-Wife: তিন দিন ধরে তালা বন্ধ ঘর। ভিতরে কী হচ্ছে, কেউ জানে না। রান্নাঘরে ধোঁয়া নেই, বাচ্চাদের কান্নাও কানে আসে না। আচমকাই রাতে বাড়ি ফিরলেন স্বামী। দরজা খুলতেই স্তব্ধ হয়ে গেলেন। যা দেখলেন, তা সিনেমাকেও হার মানায়।
advertisement
1/8

তিন দিন ধরে বন্ধ ঘরের দরজা। ভিতরে কী হচ্ছে, জানে না কেউ। রান্নাঘরে উনুন জ্বলে না, বাচ্চাদের কান্নাও নেই। আচমকা মাঝরাতে বাড়ি ফিরলেন স্বামী। দরজা খুলতেই যা দেখলেন, তা যেন সিনেমার থেকেও ভয়ঙ্কর। (Representative Image: AI)
advertisement
2/8
না, এটা কোনও কল্পকাহিনি নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা—চার সন্তানের মা, নিজের প্রেমিককে বাড়িতে এনে এমন কাণ্ড ঘটালেন, যা শুনে হতবাক গ্রামবাসী থেকে পুলিশ—সবাই! (Representative Image: AI)
advertisement
3/8
ঘরের ভিতরে তিন দিন ধরে লুকিয়ে চলছিল এমন কিছু, যার হদিশ পেতেই কেঁপে উঠল গোটা এলাকা...! সূত্রের খবর, চার সন্তানের মা একদিন প্রেমে পড়েন পাঁচ সন্তানের এক বাবার। স্বামী আগ্রার একটি পেঠা কারখানায় কাজ করেন এবং বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। (Representative Image: AI)
advertisement
4/8
সেই সুযোগে ওই মহিলা প্রেমিককে বাড়িতে ডেকে এনে টানা তিন দিন একসঙ্গে ছিলেন। ওই সময় তাঁরা ঘরের বাইরে আসেননি একবারও। শুধু তাই নয়, ওই মহিলা এতটাই প্রেমে মজে ছিলেন যে নিজের সন্তানদের খেতেও দেননি। (Representative Image: AI)
advertisement
5/8
হঠাৎই রাত ১১টা নাগাদ স্বামী রামদত্ত বাড়ি ফিরে দেখেন, বাড়িতে একজন অচেনা পুরুষ রয়েছেন। ঘরে ঢুকে স্ত্রী রেখাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান প্রেমিক বীরেশ ওরফে বীরপাল সিংয়ের সঙ্গে। ওই মুহূর্তে স্ত্রী এবং তাঁর প্রেমিক স্বামীকে মারধর করেন বলে অভিযোগ। (Representative Image: AI)
advertisement
6/8
গোলমাল শুরু হলে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে প্রেমিক যুগলকে ধরে নিয়ে যায়। ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ ‘উত্তেজক ওষুধ’ উদ্ধার করে। (Representative Image: AI)
advertisement
7/8
ওই মহিলার স্বামী অভিযোগ জানিয়েছেন, টানা তিন দিন তাঁর স্ত্রী প্রেমিককে ঘরে রেখেছিলেন, রান্না করেননি, বাচ্চাদের খেতে দেননি। সন্তানেরা না খেতে পেয়ে এক প্রতিবেশীর মোবাইল থেকে ফোন করে বাবাকে খবর দেয়। (Representative Image: AI)
advertisement
8/8
উত্তরপ্রদেশের এটা জেলার আওয়ারগড় থানা এলাকার এক গ্রামে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার পর স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ইনচার্জ কপিল কুমার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। (Representative Image: AI)