advertisement
1/6

গভীর নিম্নচাপের ফলে আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু’র। এই মুহূর্তে মুম্বই থেকে ৪১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। Representative image Photo Source: Collected
advertisement
2/6
তিরের গতীতে উত্তর দিকে এগিয়ে চলেছে ভয়াবহ সাইক্লোন 'বায়ু'। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ভেরাবল ও দিউয়ের কাছে, পোরবন্দর থেকে মাহুবার মধ্যে দিয়ে সেই ভয়াবহ ঘূর্ণি ঝড় বায়ু আছড়ে পড়বে গুজরাত উপকূলে। Representative image Photo Source: Collected
advertisement
3/6
'বায়ু'-র কারণে বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা গুজরাত উপকূলে। সঙ্গে থাকবে তুমুল ঝোড়ো হাওয়া। আপৎকালীন ব্যবস্থা হিসাবে গুজরাত উপকূলে সৌরাষ্ট্র ও কচ্ছের পোরবন্দর থেকে মাহুবা পর্যন্ত এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। Representative image Photo Source: Collected
advertisement
4/6
সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। মঙ্গল ও বুধবারের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে কেরল ও কর্নাটক উপকূল এবং লক্ষদ্বীপের মৎস্যজীবীদের। বুধ ও বৃহস্পতিবার সতর্ক থাকতে বলা হয়েছে গুজরাত উপকূলের মৎস্যজীবীদের। Representative image Photo Source: Collected
advertisement
5/6
বুধবার সকাল থেকেই বায়ুর দাপট টের পেতে শুরু করবে গুজরাত উপকূল। বিশেষ করে সৌরাষ্ট্র ও কচ্ছের মধ্যে পোরবন্দর থেকে মাহুবা পর্যন্ত এলাকা। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের ঝড়ে উত্তাল হতে পারে মহারাষ্ট্র উপকূলও। Representative image Photo Source: Collected
advertisement
6/6
মঙ্গলবার লক্ষদ্বীপের আমিনিদিবি থেকে আরব সাগর ধরে পূর্ব-মধ্য দিকে এগতে থাকবে বায়ু। এ দিন সন্ধ্যায় তার গতিবেগ বেড়ে পৌঁছবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটারে। ফলে, প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে লক্ষদ্বীপ, কেরল, কর্নাটক ও মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে। Representative image Photo Source: Collected