TRENDING:

ধেয়ে আসছে 'বায়ু', মুম্বই থেকে ৪১০ কিমি দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের

Last Updated:
advertisement
1/6
ধেয়ে আসছে 'বায়ু', মুম্বই থেকে ৪১০ কিমি দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের
গভীর নিম্নচাপের ফলে আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু’র। এই মুহূর্তে মুম্বই থেকে ৪১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। Representative image Photo Source: Collected
advertisement
2/6
তিরের গতীতে উত্তর দিকে এগিয়ে চলেছে ভয়াবহ সাইক্লোন 'বায়ু'। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ভেরাবল ও দিউয়ের কাছে, পোরবন্দর থেকে মাহুবার মধ্যে দিয়ে সেই ভয়াবহ ঘূর্ণি ঝড় বায়ু আছড়ে পড়বে গুজরাত উপকূলে।​ Representative image Photo Source: Collected
advertisement
3/6
'বায়ু'-র কারণে বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা গুজরাত উপকূলে। সঙ্গে থাকবে তুমুল ঝোড়ো হাওয়া। আপৎকালীন ব্যবস্থা হিসাবে গুজরাত উপকূলে সৌরাষ্ট্র ও কচ্ছের পোরবন্দর থেকে মাহুবা পর্যন্ত এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। Representative image Photo Source: Collected
advertisement
4/6
সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। মঙ্গল ও বুধবারের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে কেরল ও কর্নাটক উপকূল এবং লক্ষদ্বীপের মৎস্যজীবীদের। বুধ ও বৃহস্পতিবার সতর্ক থাকতে বলা হয়েছে গুজরাত উপকূলের মৎস্যজীবীদের। Representative image Photo Source: Collected
advertisement
5/6
বুধবার সকাল থেকেই বায়ুর দাপট টের পেতে শুরু করবে গুজরাত উপকূল। বিশেষ করে সৌরাষ্ট্র ও কচ্ছের মধ্যে পোরবন্দর থেকে মাহুবা পর্যন্ত এলাকা। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগের ঝড়ে উত্তাল হতে পারে মহারাষ্ট্র উপকূলও। Representative image Photo Source: Collected
advertisement
6/6
মঙ্গলবার লক্ষদ্বীপের আমিনিদিবি থেকে আরব সাগর ধরে পূর্ব-মধ্য দিকে এগতে থাকবে বায়ু। এ দিন সন্ধ্যায় তার গতিবেগ বেড়ে পৌঁছবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটারে। ফলে, প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে লক্ষদ্বীপ, কেরল, কর্নাটক ও মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে। Representative image Photo Source: Collected
বাংলা খবর/ছবি/দেশ/
ধেয়ে আসছে 'বায়ু', মুম্বই থেকে ৪১০ কিমি দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল