TRENDING:

প্রতীক্ষার অবসান ! দেশের এই এয়ার ফোর্স স্টেশনে পোস্টিং হল অভিনন্দন বর্তমানের

Last Updated:
advertisement
1/5
প্রতীক্ষার অবসান ! দেশের এই এয়ার ফোর্স স্টেশনে পোস্টিং হল অভিনন্দন বর্তমানের
বালাকোট হামলার পর পাক সেনাবাহিনীর হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তার পর থেকেই অভিনন্দনকে নিয়ে উত্তাল আসমুদ্র হিমাচল। ভারতে ফিরে পর্যাপ্ত বিশ্রামে পর শনিবার কাজে ফিরলেন অভিনন্দন ৷ Photo Source: Collected
advertisement
2/5
রাজস্থানের সুরাটগড় এয়ার ফোর্স স্টেশনে পোস্টিং হয়েছে অভিনন্দন বর্তমানের। পাকিস্তান থেকে ফেরার পর প্রথমবার এখানেই পোস্টিং হল তাঁর ৷ যদিও গোপনীয়তা বজার রাখতে ভারতীয় বায়ুসেনার তরফে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ শুধু এটুকু নিশ্চিত করা হয়েছে যে রাজস্থানেই পোস্টিং হয়েছে অভিনন্দনের ৷ তবে, তিনি ফের ফাইটার জেট ওড়াবেন কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট হয়৷ Photo Source: Collected
advertisement
3/5
দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি ৷ পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪২ জওয়ান ৷ কান্নায় ভেঙে পড়েছিল গোটা দেশ, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবিতে গর্জে উঠেছিল দেশবাসী ৷ পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় জবাব দিল ভারত। একেবারে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা।
advertisement
4/5
কিন্তু ২৭ ফেবরুয়ারি আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ তার যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান বন্দি করে অভিনন্দনকে৷ যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেন অভিনন্দন ৷ ৬০ ঘণ্টা পাকভূমে থাকার পর দেশে ফেরেন তিনি৷
advertisement
5/5
তবে মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড় নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল অভিনন্দনকে৷ সেনা হাসপাতালে চিকিৎসকদের থেকে ছাড়পত্র পাওয়ার পরই শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে যোগ দেন তিনি। সেখানে সহকর্মীদের সঙ্গে একেবারে অন্য মুডে ধরা দিয়েছিলেন উইং কমান্ডার৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল খোশমেজাজে থাকা অভিনন্দনের ভিডিও৷ শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রন থেকেই নতুন কর্মক্ষেত্র রাজস্থানে যোগ দিয়েছেন অভিনন্দন।
বাংলা খবর/ছবি/দেশ/
প্রতীক্ষার অবসান ! দেশের এই এয়ার ফোর্স স্টেশনে পোস্টিং হল অভিনন্দন বর্তমানের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল