TRENDING:

শীতে করোনার সেকেন্ড ওয়েভ ! জিনগত বদল ঘটিয়ে ফিরবে ভাইরাস ? কী বলছে গবেষকরা জেনে নিন

Last Updated:
শীতের মুখে কোভিডের 'সেকেন্ড ওয়েভ' আসার আশঙ্কা থাকছে
advertisement
1/10
শীতে করোনার সেকেন্ড ওয়েভ! জিনগত বদল ঘটিয়ে ফিরবে ভাইরাস? কী বলছে গবেষকরা জেনে নিন
শীত আসছে। বিপদও আসছে। যে সব দেশে করোনা জ্বালাতন করেনি, তাদেরও নিশ্চিন্তে থাকার উপায় নেই। দুনিয়াখ্যাত ভাইরোলজিস্ট ক্লজ স্টরের সতর্কতা, শীতে আরও শক্তিশালী হয়ে ফিরতে চলেছে কোভিড-১৯। এরই মধ্যে চিনে ফের করোনার দাপট।
advertisement
2/10
২০০৩ সালে সার্স ভাইরাস যখন মহামারীর চেহারা নিতে শুরু করেছিল, তখন হাল ধরেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৎকালিন চিফ ভাইরোলজিস্ট ক্লজ স্টর। ভাইরাস যে চরিত্র বদলে ফের ফিরে আসতে পারে সেই সম্ভাবনার কথা তাঁর থেকেই জেনেছিলেন তামাম চিকিৎসক ও গবেষকরা। কোভিড-১৯ নিয়ে ক্লজ স্টরে আশঙ্কা অনেকটাই একই রকম।
advertisement
3/10
আম্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্লজ বলেছেন, নভেল করোনাভাইরাসও সার্সের মতোই। ২০০৩ সালের সার্স ভাইরাস জিনের বিন্যাস বদলে করোনা হয়ে ফিরে এসেছে। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শীতের মুখে কোভিডের 'সেকেন্ড ওয়েভ' আসার আশঙ্কা থাকছে
advertisement
4/10
শীতের সময় করোনার দ্বিতীয় ধাক্কা আসতে পারে এমন সম্ভাবনার কথা আগেই বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ক্লজ বুঝিয়েছন, এটা শুধু সম্ভাবনা বা আশঙ্কা নয়, ভাইরাসের গঠনগত বৈশিষ্ট্য। এনিয়ে সংশয় বা ধন্দের কোনও জায়গা নেই।
advertisement
5/10
ভাইরোলজিস্ট ক্লজের পরামর্শ, কোভিডের কিছু চরিত্রগত বৈশিষ্ট স্টাডি করে বোঝা যাচ্ছে, খুব কমদিনের মধ্যেই ফুসফুসকে সংক্রামিত করে ফেলছে। দ্রুত জিনের গঠন বদলে ফেলছে। নতুন ভাইরাল স্ট্রেন হয়ে উঠছে আরও বেশি সংক্রামক। ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ বেঁচে থাকার সময়ও বাড়ছে
advertisement
6/10
আরও একটি আশঙ্কার কথা শুনিয়েছেন সার্স ম্যান বলে পরিচিত এই ভাইরোলজিস্ট। তাঁর বক্তব্য,শীতে দুনিয়ার সর্বত্র হানা দেবে কোভিড ভাইরাস। কোভিডে ক্ষতিগ্রস্ত নয়, এমন দেশে প্রভাব বেশি থাকবে
advertisement
7/10
ভরা বর্ষায় ভারতে কোভিডের প্রকোপ বাড়বে, এমন সম্ভাবনার কথা শুনিয়েছে ভুবনেশ্বরের এআইএমএস ও আইআইটি। তারই মধ্যে চিন থেকে আশঙ্কার খবর।
advertisement
8/10
চিনের উরুমকাইতে সংক্রমণ বাড়ছে। সেপ্টেম্বরেই চিনের উত্তর পশ্চিমে শীত পড়ে যায়। শীতের আগেই দু-দিনে ৪৭ জন করোনা আক্রান্তের খোঁজ
advertisement
9/10
ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে উরুমকাইতে খুব বেশি করোনা সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। সেকেন্ড ওয়েভের আশঙ্কায় গোটা প্রদেশ জুড়ে যুদ্ধকালিন তৎপরতা। ক্লজ স্টরের বক্তব্য, এভাবেই ছোট ছোট জায়গায় নতুন করে ধাক্কা দিতে শুরু করবে কোভিড-১৯।
advertisement
10/10
প্রথম ভ্যাকসিনেই পুরোপুরি নির্মূল করা যাবে না এই ভাইরাসকে। কারণ মানুষের শরীরে 'হার্ড ইমিউনিটি' তৈরি হতে অনেক বেশি সময় প্রয়োজন।
বাংলা খবর/ছবি/দেশ/
শীতে করোনার সেকেন্ড ওয়েভ ! জিনগত বদল ঘটিয়ে ফিরবে ভাইরাস ? কী বলছে গবেষকরা জেনে নিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল