TRENDING:

উঠে যাচ্ছে রেলের টিকিটে ভর্তুকি?

Last Updated:
advertisement
1/5
উঠে যাচ্ছে রেলের টিকিটে ভর্তুকি?
এবার কি রান্নার গ্যাসের পথেই রেল? রেলের টিকিটে কি ভর্তুকি দেওয়া বা না দেওয়া বাছাই করা যাবে? একটি প্রস্তাব এনে বলা হয়েছে, টিকিটে যাত্রীরা ভর্তুকি ছাড়তেও পারেন, আবার নাও পারেন। রেলের যুক্তি, যাত্রী পরিবহণে ভর্তুকি দিতে গিয়ে রেলের লোকসান হচ্ছে অনেকটাই। কিন্তু ভর্তুকি উঠে গেলে, যাত্রীরা কী করে চড়া দামে টিকিট কাটবেন ? সাধারণ মানুষ কি তাহলে রেলে চাপবেন না?
advertisement
2/5
কম খরচে বেশি দূরত্বে যাতায়াত। ভারতের প্রচুর মানুষ প্রতিদিনের যাতায়াতে বেছে নেন ট্রেনকেই। টিকিটের দামের কিছুটা দিতে হয় যাত্রীদের। কিছুটা ভর্তুকি দেয় রেল। তবে ভারতীয় রেলের যুক্তি, টিকিটে ভর্তুকি দিতে গিয়ে লোকসান হয় অনেকটাই। - ১০০ টাকা আয় করতে গিয়ে রেলের খরচ হয় ৯৮ টাকা - অবশিষ্ট দু'টাকা দিয়ে রেলের বাকি খরচ মেটানো সম্ভব নয় - প্রতি ১০০ টাকার টিকিটে ৪৭ টাকা ভরতুকি দেয় রেল
advertisement
3/5
গ্যাসের ক্ষেত্রে ভরতুকি নেওয়া বা না নেওয়ার মত অপশন বেছে নেওয়ার সুবিধা রয়েছে। ভারতীয় রেলও একশো দিনের অ্যাকশন প্ল্যানে গিভ ইট আপ নামে একটি ক্যাম্পেন চালুর প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, যাত্রীরা টিকিটে ভর্তুকি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যাত্রীদের সচেতন করতে এনিয়ে জোরদার প্রচার চালানোর প্রস্তাব দিয়েছে রেল । প্রস্তাবে বলা হয়েছে , মানুষ সচেতন হলে স্বেচ্ছাতেই ভর্তুকি ছেড়ে দেবে । যেমনটা হয়েছে রান্নার গ্যাসের ক্ষেত্রে ।
advertisement
4/5
- যে ৪৭ টাকা রেল দিচ্ছে, তা ঘুরপথে সাধারণ মানুষকেই দিতে হচ্ছে - পণ্য পরিবহণে মাসুল বাড়ালে বাজারে খারাপ প্রভাব পড়ে - আর বাজারের ক্রেতা সাধারণ মানুষই - অর্থা‍ৎ, যাত্রীদের থেকে টাকা নিয়েই ভরতুকি দেওয়া হয় রেলের দাবি, এতে আয় বাড়বে। তবে রেলের এই প্রস্তাবের বিপক্ষে বিশেষজ্ঞরা। তাঁদের মত, এই প্রস্তাব কার্যকর হলে প্লেনের থেকেও বেশি ভাড়া হবে রেলের।
advertisement
5/5
টিকিট বাতিলে পুরো টাকা ফেরত বা ওয়েটিং লিস্ট না থাকার মত প্রস্তাব কার্যকর না হওয়ায় জনস্বার্থ মামলা করেন নন্দু তিওয়ারি। টিকিটে ভরতুকি তুলে দেওয়ার প্রস্তাবের সমালোচনা করছেন তিনিও। সাধারণ মানুষের কি তাহলে যাতায়াত থমকে যাবে? রেলের প্রস্তাবে আতঙ্কে সাধারণ যাত্রীরা।
বাংলা খবর/ছবি/দেশ/
উঠে যাচ্ছে রেলের টিকিটে ভর্তুকি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল