TRENDING:

Hathras tragedy Bhole Baba: কিসের টানে হাথরসের কীর্তিমান বাবার কাছে আসতেন লাখ লাখ মহিলা? গোপন কথা ফাঁস

Last Updated:
Hathras tragedy Bhole Baba: কিসের টানে ভোলেবাবার কাছে জড়ো হতেন মহিলারা? ফাঁস করলেন স্থানীয় গ্রামবাসীরা। সুরজপাল বাবার গ্রামের পাশের গ্রাম চকের বাসিন্দারা বাবাকে নিয়ে অনেক গোপন কথা জানালেন।
advertisement
1/5
কিসের টানে হাথরসের কীর্তিমান বাবার কাছে আসতেন লাখ লাখ মহিলা? গোপন কথা ফাঁস
হাথরসে শতাধিক ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশ খুঁজছে ‘ভোলে বাবা’ ওরফে সুরজপাল সিংকে। জানা গিয়েছে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা।
advertisement
2/5
কিসের টানে ভোলেবাবার কাছে জড়ো হতেন মহিলারা? ফাঁস করলেন স্থানীয় গ্রামবাসীরা। সুরজপাল বাবার গ্রামের পাশের গ্রাম চকের বাসিন্দারা জানিয়েছেন, মোহিনী মন্ত্র জানতেন সুরজপাল।
advertisement
3/5
সুরজপালের মোহিনী মন্ত্রের টানেই নাকি দলে দলে মহিলারা সম্মোহিত হয়ে জড়ো হতেন তাঁর কাছে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু মহিলাদের সঙ্গে নাচতেন। তখন বাবার মোহিনী মন্ত্রের টানে সেই মহিলারা সম্মোহিত হয়ে যেতেন।
advertisement
4/5
শুধু তাই নয়, চক গ্রামের বাসিন্দাদের আরও দাবি, একদল ‘সুন্দরী’ মহিলা বাবার সঙ্গে সব সময় থাকতেন। শুধু তাই নয়, ‘মথুরার মতো সুরজপাল বাবার কাছেও নাকি রাসলীলা চলত’। বাবার কীর্তি এখানেই শেষ নয়, গ্রামবাসীদের আরও দাবি, জন্মাষ্টমীর দিন নাকি বাবা কানহাইয়া অর্থাৎ কৃষ্ণের বেশে ভক্তদের কাছে হাজির হতেন।
advertisement
5/5
এই ‘সুন্দরী মহিলারা’ গোপিনীর মতো পোশাক পরে বাবার সঙ্গে থাকতেন। বাবা অন্য কোথাও গেলেও এই মহিলারা সুরজপাল সিংয়ের সঙ্গে যেতেন, বলে জানিয়েছেন চক গ্রামের গ্রামবাসীরা।
বাংলা খবর/ছবি/দেশ/
Hathras tragedy Bhole Baba: কিসের টানে হাথরসের কীর্তিমান বাবার কাছে আসতেন লাখ লাখ মহিলা? গোপন কথা ফাঁস
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল