TRENDING:

IIT Baba: জয়পুরের হোটেলে পুলিশ আটক করল 'আইআইটি বাবা'কে, ব্যাগ তল্লাশি করতেই কী বললেন তিনি?

Last Updated:
আদতে জয়পুর গিয়েছিলেন 'আইআইটি বাবা' ওরফে অভয় সিং। সেখানে একটি হোটেলে থাকছিলেন তিনি। সেখানে হই-হট্টগোলের খবর পেয়ে পুলিশ পৌঁছায় ওই হোটেলে।
advertisement
1/6
জয়পুরের হোটেলে পুলিশ আটক করল 'আইআইটি বাবা'কে, ব্যাগ তল্লাশি করতেই কী বললেন তিনি?
মহাকুম্ভ চলাকালীন ভাইরাল হয়েছিলেন অভয় সিং ওরফে ‘আইআইটি বাবা’। এবার তাঁকে গাঁজা-সহ পাকড়াও করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ আটক করলে আজব দাবি করে বসেন অজয়। তিনি জানান আদতে সেইগুলি, 'প্রসাদ'। (প্রতীকী ছবি)
advertisement
2/6
আদতে জয়পুর গিয়েছিলেন 'আইআইটি বাবা' ওরফে অভয় সিং। সেখানে একটি হোটেলে থাকছিলেন তিনি। সেখানে হই-হট্টগোলের খবর পেয়ে পুলিশ পৌঁছায় ওই হোটেলে। তখনই ‘আইআইটি বাবা’র থেকে গাঁজা উদ্ধার হয়। ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। (প্রতীকী ছবি)
advertisement
3/6
যদিও জিঞ্জাসাবাদের পরে আবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশ জানিয়েছে, তাঁর থেকে স্বল্প পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে, যা অনুমোদিত সীমার মধ্যেই ছিল। তবে, ঠিক কত পরিমাণ গাঁজা ‘আইআইটি বাবা’র থেকে পাওয়া গিয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। (প্রতীকী ছবি)
advertisement
4/6
কিন্তু, মাদক সংক্রান্ত (এনডিপিএস) আইন অনুসারে, স্বল্প পরিমাণ গাঁজা বলতে বোঝায় সর্বাধিক ১০০ গ্রাম। পুলিশের থেকে ছাড়া পাওয়ার পর ‘আইআইটি বাবা’ বলেন, “কিছুটা প্রসাদের গাঁজা ওঁরা (পুলিশ) পেয়েছেন।” তাঁর দাবি, হোটেলের কেউ সম্ভবত পুলিশকে জানিয়েছিলেন তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছে গিয়েছিল হোটেলে। (প্রতীকী ছবি)
advertisement
5/6
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে কটাক্ষের শিকারও হন ‘আইআইটি বাবা’। তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হার নিশ্চিত। কিন্তু বাস্তবে দেখা যায়, তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। (প্রতীকী ছবি)
advertisement
6/6
কয়েক দিন আগে উত্তরপ্রদেশের নয়ডায় এক বিতর্কসভায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরেরও অভিযোগ তুলেছিলেন ‘আইআইটি বাবা’। ঘটনার প্রতিবাদে নয়ডার ১২৬ সেক্টর থানার বাইরে ধর্নাতেও বসেছিলেন তিনি।আর এবার ফের শিরোনামে উঠে এলেন অভয় সিং। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/দেশ/
IIT Baba: জয়পুরের হোটেলে পুলিশ আটক করল 'আইআইটি বাবা'কে, ব্যাগ তল্লাশি করতেই কী বললেন তিনি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল