Vishakha Yadav IAS Officer: ছিলেন ইঞ্জিনিয়ার, মোদিকে স্বাগত জানাতে এসেই জোর চর্চায়! অরুণাচলের এই আইএএস অফিসারকে চেনেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পড়াশোনা শেষ করে বিশাখা বেঙ্গালুরুতে সিসকো-তে যোগদান করেন৷ কিন্তু বরাবরই আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি৷
advertisement
1/8

গত সোমবার অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অরুণাচলের পাপুম পারে জেলায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তাঁকে স্বাগত জানান আইএএস অফিসার বিশাখা যাদব৷
advertisement
2/8
প্রধানমন্ত্রীর সঙ্গে তরুণ এই তাঁর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় বিশাখা যাদব নামে এই আইএএস অফিসার৷ তাঁর সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন সাধারণ মানুষ৷
advertisement
3/8
বিশাখা যাদব একজন আইএএস অফিসার৷ তিনি বর্তমানে পাপুম পারে জেলার ডেপুটি কমিশনার পদে রয়েছেন৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর ছবি তিনি নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেন৷
advertisement
4/8
দিল্লির বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার বিশাখা যাদব আগে যে চাকরি করতেন, তাতে তিনি বিপুল উপার্জন করতেন৷ কিন্তু ইউপিএসসি-র প্রস্তুতির জন্য তিনি সেই চাকরি ছেড়ে দেন৷
advertisement
5/8
কোনও কোচিং অথবা প্রশিক্ষণ না নিয়েই সর্বভারতীয় এই পরীক্ষায় ষষ্ঠ স্থান দখল করেন বিশাখা৷ দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন বিশাখা৷
advertisement
6/8
পড়াশোনা শেষ করে বিশাখা বেঙ্গালুরুতে সিসকো-তে যোগদান করেন৷ কিন্তু বরাবরই আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি৷
advertisement
7/8
মোটা বেতনের চাকরি ছাড়ার পর কোচিং ছাড়াই ইউপিএসসি-র প্রস্তুতি নিতে শুরু করেন৷ যদিও প্রথম দু বারের চেষ্টায় সফল হননি তিনি৷ যদিও তৃতীয় বারর চেষ্টায় তিনি লক্ষ্যভেদ করেন৷
advertisement
8/8
ইউপিএসসি-তে ২০২৫-এর মধ্য ১০৪৬ নম্বর পেয়ে গোটা দেশের মধ্যে ষষ্ঠ স্থান দখল করেন বিশাখা৷ ১৯৯৪ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন বিশাখা৷ তাঁর বাবা পুলিশে সাব ইন্সপেক্টর ছিলেন৷ তাঁর মা একজন গৃহবধূ৷