TRENDING:

Rashtrapati Bhavan Marriage: এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বসছে বিয়ের আসর! পাত্রীর নাম পুনম গুপ্ত, কে তিনি?

Last Updated:
রাষ্ট্রপতি ভবনে যে বিয়ের আসরও বসতে পারে, প্রথমে অনেকেই তা বিশ্বাস করেননি৷ যদিও বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে এই বিয়ের আসর বসতে চলেছে৷ তবে অতীতেও রাষ্ট্রপতি ভবনের নির্দিষ্ট জায়গায় বহু বিয়ে অতীতে হয়েছে বলে জানিয়েছে পিআইবি৷
advertisement
1/11
এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বসছে বিয়ের আসর! পাত্রীর নাম পুনম গুপ্ত, কে তিনি?
রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে এই প্রথম বার ঘটতে চলেছে এমন ঘটনা৷ দেশের রাষ্ট্রপতির বাসভবনে বসতে চলেছে বিয়ের আসর৷ যে খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়৷ যদিও এই তথ্য ভুল বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো৷
advertisement
2/11
রাষ্ট্রপতি ভবনে যে বিয়ের আসরও বসতে পারে, প্রথমে অনেকেই তা বিশ্বাস করেননি৷ যদিও বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে এই বিয়ের আসর বসতে চলেছে৷ তবে অতীতেও রাষ্ট্রপতি ভবনের নির্দিষ্ট জায়গায় বহু বিয়ে অতীতে হয়েছে৷
advertisement
3/11
যাঁর বিয়েকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে, তাঁর নাম পুনম গুপ্ত৷ তিনি সিআইএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডার পদে রয়েছেন এবং বর্তমান রাষ্ট্রপতি ভবনের পিএসও অথা পার্সোন্যাযল সিকিরিটি অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন৷
advertisement
4/11
সিআরপিএফ অফিসার অভনীশ কুমারের সঙ্গে বিয়ে হতে চলেছে পুনম গুপ্তর৷ অভনীশ কুমারও সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডার পদে রয়েছেন৷ তবে এই মুহূর্তে তিনি জম্মু কাশ্মীরে কর্মরত রয়েছেন৷ প্রতীকী ছবি
advertisement
5/11
এখনও পর্যন্ত খবর, রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুরোধ করেছিলেন পুনম গুপ্ত৷ কর্মক্ষেত্রে পুনম গুপ্তার পেশাদারিত্ব এবং অবদানের কথা মাথায় রেখে এই বিশেষ অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি৷
advertisement
6/11
শোনা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুায়ারি রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা ক্রাউন কমপ্লেক্সে এই বিয়ের আসর বসতে চলেছ৷ সেই অনুষ্ঠানে পাত্রী এবং পাত্র পক্ষের ঘনিষ্ঠ কয়েকজনই উপস্থিত থাকবেন৷
advertisement
7/11
কয়েকদিন আগেই নয়াদিল্লিতে ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সিআরপিএফ-এর মহিলা বাহিনীকে নেতৃত্ব দিয়ে গোটা দেশের নজর কাড়েন পুনম৷ রাষ্ট্রপতি ভবনে নিযুক্ত হওয়ার আগে বিহারের নকশাল উপদ্রুত এলাকাতেও কাজ করেছেন পুনম৷ ছবি-পিটিআই
advertisement
8/11
পুনমের শিক্ষাগত যোগ্যতাও চমকে দেওয়ার মতোই৷ অঙ্কে স্নাতক পুনম ইংরেজি সাহিত্যে এমএ করেছেন৷ আবার গ্বালিয়রের জিওয়াজি বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন তিনি৷
advertisement
9/11
২০১৮ সালে UPSC CAPF পরীক্ষায় ৮১তম স্থান পেয়ে সিআরপিএফ-এ সুযোগ পান পুনম৷ সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে কাজে যোগ দেন তিনি৷
advertisement
10/11
সমাজমাধ্যমে পুনম গুপ্ত খুবই সক্রিয়৷ ইনস্টাগ্রামে পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম পরামর্শ এবং অনুপ্রেরণাদায়ক বার্তা লেখেন তিনি৷ নিজের বিয়ের অনুষ্ঠানের ছবিও সমাজমাধ্যমে প্রকাশ করার অনুমতি পাবেন কি না, তা নিয়েই এখন আগ্রহ তৈরি হয়েছে৷
advertisement
11/11
সমাজমাধ্যমে পুনম গুপ্ত খুবই সক্রিয়৷ ইনস্টাগ্রামে পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম পরামর্শ এবং অনুপ্রেরণাদায়ক বার্তা লেখেন তিনি৷ নিজের বিয়ের অনুষ্ঠানের ছবিও সমাজমাধ্যমে প্রকাশ করার অনুমতি পাবেন কি না, তা নিয়েই এখন আগ্রহ তৈরি হয়েছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Rashtrapati Bhavan Marriage: এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বসছে বিয়ের আসর! পাত্রীর নাম পুনম গুপ্ত, কে তিনি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল