TRENDING:

লালকেল্লা তাণ্ডবে তাঁর দিকেই অভিযোগের আঙুল, কে এই দীপ সিধু, সামনে এল পরিচয়

Last Updated:
তাঁর নামই এখন সারা দেশের মুখে। কেউ বলছেন খলিস্তানি, কেউ বলছেন বিজেপি ঘনিষ্ঠ। কে এই দীপ সিধু, জানুন তাঁর আসল পরিচয়।
advertisement
1/6
লালকেল্লা তাণ্ডবে তাঁর দিকেই অভিযোগের আঙুল, কে এই দীপ সিধু, সামনে এল পরিচয়
প্রজাতন্ত্র দিবসের দুপুরে লালকেল্লায় তাণ্ডবের দৃশ্য় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। কেন্দ্রের তিনটি কৃষিবিল বিরোধী যে আন্দোলন তা যে এতটা হিংসাত্মক আকার ধারণ করতে পারে তা আন্দাজ করতে পারেনি অনেকেই। গোটা ঘটনার দায় নিতে চাইছে না কৃষক সংগঠনগুলি। বিশেষত লাল কেল্লায় পতাকা তোলার ঘটনায় নাম জড়াচ্ছে পাঞ্জাবি অভিনেতা গায়ক দীপ সিধুর। কে এই দীপ সিধু?
advertisement
2/6
কৃষি আন্দোলনের প্রথম দিন থেকেই সামনে এসেছে দীর সাধুর নাম। তাঁকে এনআইএ দফতরে হজিরাও দিতে বলা হয়। তিনি খলিস্তানি আন্দোলনের সমর্থক বলেও অভিযোগ ওঠে।
advertisement
3/6
একসময় সিংঘু বর্ডার থেকে প্রেসবিবৃতিও দিতে দেখা গিয়েছে দীপ সাধুকে। তবে দীপ সাধুর সঙ্গে অনেক আগেই সংস্রব ত্যাগ করা হয়েছে বলে দাবি করেন কৃষি আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদব।
advertisement
4/6
অভিনেতা সানি দেওলের সঙ্গেও দীপ সাধুর সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু দীপ কৃষি আন্দোলনে জড়িয়ে পড়ার পরেই সানি তাঁর সঙ্গে দূরত্ব রাখা শুরু করেন।
advertisement
5/6
এই ছবিটি ট্যুইট করেন আইনজীবী প্রশান্তভূষণ। তাঁর দাবি, নরেন্দ্র মোদি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দীপের ঘনিষ্ঠতা রয়েছে।
advertisement
6/6
দীপ সিধুর জন্ম ১৯৮৪ সালে। কিংফিশার মডেল হান্ট এবং গ্রাসিম মিস্টার ইন্ডিয়ার মধ্যে দিয়েই তিনি ফ্যাশন দুনিয়ার সামনে আসেন। বালাজি, সনি পিকচারের মতো সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধে বহু কাজ করেছেন দীপ সিধু।
বাংলা খবর/ছবি/দেশ/
লালকেল্লা তাণ্ডবে তাঁর দিকেই অভিযোগের আঙুল, কে এই দীপ সিধু, সামনে এল পরিচয়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল