TRENDING:

Jagdeep Dhankhar: কোথায় গেলেন জগদীপ ধনখড়? ১ মাস আগে করেছিলেন পদত‍্যাগ, উত্তরসূরী নির্বাচনের মাঝেই ‘নিখোঁজ’ পোস্টার প্রাক্তন উপরাষ্ট্রপতির!

Last Updated:
Jagdeep Dhankhar: তীব্র হয়েছে নির্বাচনের উত্তেজনা। কিন্তু এতকিছুর মাঝে কোথায় সদ‍্য প্রাক্তন উপরাষ্ট্রপতি তথ‍া বাংলার প্রাক্তন রাজ‍্যপাল জগদীপ ধনখড়? গত এক মাসে পদত‍্যাগের পর থেকে তাঁকে কোথাও দেখা যায়নি।
advertisement
1/10
কোথায় গেলেন জগদীপ ধনখড়? ১ মাস আগে পদত‍্যাগ, উত্তরসূরী নির্বাচনের মাঝেই ‘নিখোঁজ’ পোস্টার
আজ, ২১ অগাস্ট। সমাপ্ত হল সংসদের বাদল অধিবেশন। ঠিক ১ মাস আগে অর্থাত্‍ ১ মাসে বাদল অধিবেশন শুরুর দিনেই তোলপাড় হয়েছিল দেশের রাজনৈতিক মহল। কারণ ওইদিনেই পদত‍্যাগ করেছিলেন দেশের তত্‍কালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
advertisement
2/10
কোনও আভাস ছাড়াই হঠাত্‍ ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। কারণ হিসেবে জানিয়েছিলেন শারীরিক সমস‍্যার কথা। কিন্তু ধনখড়ের আকস্মিক পদত‍্যাগের আসল কারণ প্রশ্ন তোলে বিরোধীরা। সত‍্যিই কী শারীরিক অসুস্থতার জেরেই পদত‍্যাগ করলেন তিনি, নাকি অন‍্য কোনও কারণ? সংসদে ফের এই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
advertisement
3/10
কংগ্রেস নেতার প্রশ্ন ধনখড় কোথায় "লুকিয়ে" আছেন এবং কেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি "সম্পূর্ণ নীরব" হয়ে গেছেন? বৃহস্পতিবার, কেরালা কংগ্রেস ইউনিট উপরাষ্ট্রপতি নিখোঁজ বলে একটি পোস্টারও পোস্ট করে। যাকে ঘিরেও শুরু হয় তীব্র বিতর্ক।
advertisement
4/10
এক মাসের মাথায় জগদীপ ধনখড়ের উত্তরসূরী নির্বাচনের পালাও শুরু হয়ে গিয়েছে। উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হলেন সিপি রাধাকৃষ্ণণ। অন‍্যদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।
advertisement
5/10
দুই প্রার্থীই জমা দিয়েছেন তাঁদের মনোনয়ন পত্র। তীব্র হয়েছে নির্বাচনের উত্তেজনা। কিন্তু এতকিছুর মাঝে কোথায় সদ‍্য প্রাক্তন উপরাষ্ট্রপতি তথ‍া বাংলার প্রাক্তন রাজ‍্যপাল জগদীপ ধনখড়? গত এক মাসে পদত‍্যাগের পর থেকে তাঁকে কোথাও দেখা যায়নি।
advertisement
6/10
গত এক মাসে কোনও অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। এমনকী সোশ‍্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মেও কোনও বিষয়ে তাঁকে কোনও মন্তব‍্য বা কোনও রকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। আশ্চর্যজনকভাবে, জগদীপ ধনখড়ের এক্স অ‍্যাকাউন্টটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
advertisement
7/10
দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অনেক সাংসদ তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাঁর ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। কিন্তু তাদেরও কোনও উত্তর পাওয়া যায়নি বলেই দাবি সংবাদমাধ‍্যমে। কোথায় আছেন জগদীপ ধনখড়? তাঁরও কোনও স্পষ্ট উত্তর নেই
advertisement
8/10
এমনকী তাঁর জন‍্য বরাদ্দ সরকারি বাংলোতেও নাকি এখনও প্রবেশ করেননি ধনখড়। প্রাক্তন মন্ত্রী বা সংসদ সদস্যদের বাসভবনের বিষয়ে নিয়ম স্পষ্ট। তাদের পদ থেকে সরে যাওয়ার এক মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করতে হয়। উপ-রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারের শহুরে বাসভবন এবং উন্নয়ন মন্ত্রণালয় টাইপ ৮ বাংলো বরাদ্দ করে।
advertisement
9/10
জগদীপ ধনখড়ের আগে কোনও উপরাষ্ট্রপতিই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে পদত‍্যাগ করেননি। তিনিই এই তালিকায় প্রথম। সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এখনও তার সরকারি বাসভবনের জন্য শহরের উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে কোনও যোগাযোগ করেননি।
advertisement
10/10
যদিও উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা নয়াদিল্লির এপিজে আবদুল কালাম রোডে ৩৪ নম্বর টাইপ ৮ এর বাংলো ইতিমধ‍্যেই খালি করে দেওয়া হয়েছে তাঁর জন‍্য। পছন্দ না হলে তাঁকে উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন‍্য বাংলো দেখানো হবে, সেটাই নিয়ম। তবে এখনও নাকি বাসভবনের জন‍্য কোনও রকম যোগাযোগই করেননি তিনি।
বাংলা খবর/ছবি/দেশ/
Jagdeep Dhankhar: কোথায় গেলেন জগদীপ ধনখড়? ১ মাস আগে করেছিলেন পদত‍্যাগ, উত্তরসূরী নির্বাচনের মাঝেই ‘নিখোঁজ’ পোস্টার প্রাক্তন উপরাষ্ট্রপতির!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল