Char Dham Yatra Pakistani: চারধাম যাত্রায় ভারতে আসার জন্য আবেদন করেছিলেন ৭৬ জন পাকিস্তানি! কেন্দ্রের সিদ্ধান্তে কী হবে তাঁদের?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Char Dham Yatra Pakistani: পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এখন পাকিস্তান থেকে কোনও নাগরিক ভারতে আসতে পারবে না এবং যারা ইতিমধ্যে এখানে আছে তাদেরও থাকতে দেওয়া হবে না। চারধাম যাত্রায় ভারতে আসার জন্য আবেদন করেছিলেন ৭৬ জন পাকিস্তানি! কেন্দ্রের সিদ্ধান্তে কী হবে তাঁদের?
advertisement
1/6

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এখন পাকিস্তান থেকে কোনও নাগরিক ভারতে আসতে পারবে না এবং যারা ইতিমধ্যে এখানে আছে তাদেরও থাকতে দেওয়া হবে না। অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানিদের ভারত ছেড়ে যেতে হবে।
advertisement
2/6
পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব চার ধাম যাত্রাতেও প্রভাব পড়েছে। চার ধাম যাত্রার জন্য যেসব পাকিস্তানি পরিকল্পনা করেছিলেন, তাঁরা এখন আসতে পারবেন না।
advertisement
3/6
৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চার ধাম যাত্রা। ওই দিনই গঙ্গোত্রী-যমুনোত্রীর দরজা খোলা হবে। ২ মে কেদারনাথ এবং ৪ মে বদ্রীনাথের দ্বার খোলা হবে। এই চারযাত্রার জন্য সারা বিশ্বের বহু মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই পরিস্থিতিতে চার ধাম দর্শনের জন্য ৭৬ পাকিস্তানি নাগরিক রেজিস্ট্রেশন করিয়েছেন, যখন একজন রেজিস্ট্রেশন হেমকুন্ড সাহিবের জন্য হয়েছে।
advertisement
4/6
২০ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তান থেকে ৭৭ জন রেজিস্ট্রেশন করেছিলেন, প্রতিটি ধামের জন্য ১৯-১৯ জন যাত্রী রেজিস্ট্রেশন করিয়েছেন। এর মধ্যে রয়েছেন ৪৯ জন পুরুষ এবং ২৮ জন মহিলা।
advertisement
5/6
পাকিস্তানিদের জন্য কঠোর বার্তা এ বিষয়ে বিজেপি প্রদেশ সভাপতি মহেন্দ্র ভাট বলেছেন, আমরা চাই যে পাকিস্তানে বসবাসকারীদেরও এই বার্তা বিশ্বকে দিতে হবে যে এই ধরনের কার্যকলাপ হলে, আজ ভারত ভিসা বাতিল করেছে, তারপর বিশ্বের অন্যান্য দেশও ভিসা বাতিল করবে।
advertisement
6/6
এছাড়াও, প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে এখন পর্যন্ত ৬৪০টি রেজিস্ট্রেশন হয়েছে, বাংলাদেশ থেকে ৩২৬, মায়ানমার থেকে ১৭, ইন্দোনেশিয়া থেকে ২৯৫টি রেজিস্ট্রেশন হয়েছে।