‘‘কেন সিঁথিতে সিঁদুর পরেন স্মৃতি’’- প্রশ্নের উত্তরে যা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
Last Updated:
advertisement
1/8

স্মৃতি ইরানি বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেন ৷ তাঁর স্পষ্ট উত্তর দেওয়া তাঁর চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য ৷ Photo- File
advertisement
2/8
দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরণের সাজপোশাকের সঙ্গে সিঁদুর পরেন স্মৃতি ৷ Photo- File
advertisement
3/8
বিউটি প্যাজেন্টে অংশ নেওয়ার সময় থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাঁর সাজপোশাকে পরিবর্তন এলেও সিঁদুর থেকে মঙ্গলসূত্র সব কিছুই পরেন তিনি ৷ Photo- File
advertisement
4/8
দিন কয়েক আগে শবরীমালা বিতর্ক প্রসঙ্গে স্মৃতি মন্তব্য করেছিলেন পিরিয়ডসের রক্তমাখা প্যাড নিয়ে কি আপনি বন্ধুর বাড়ি যাবেন তা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল ৷ Photo- File
advertisement
5/8
এবার স্মৃতিকে নিয়ে আবার বিতর্ক ৷ স্মৃতিকে সোশ্যাল মিডিয়ায় একজন জানতে চেয়েছেন স্মৃতির গোত্র এবং কেন স্মৃতি সিঁদুর পরেন ৷ Photo- File
advertisement
6/8
ঋতুরাজ কানোয়ার নামের এক ব্যক্তি জানতে চেয়েছেন এই বিতর্কিত বিষয় ৷ Photo Courtesy- Twitter
advertisement
7/8
স্মৃতি ইরানি এর উত্তর দিয়েছেন ৷ নিজেরগোত্র তিনি কৌশল গোত্র বলে জানিয়েছেন ৷ তিনি বলেছেন তাঁর বাবা. তাঁর বাবা, তাঁর বাবা সকলেই এই গোত্রের ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন তাঁর স্বামী ও ছেলে জরাথ্রুষ্টের মতাদর্শের ধর্মাবলম্বী ৷ তিনি হিন্দু ধর্ম মেনে চলেন ৷ তারই পরিচয় হিসেবে সিঁদুর পরেন ৷ Photo Courtesy- Twitter
advertisement
8/8
পাশাপাশি স্টেপ আউট করে স্মৃতি জানিয়েছেন তিনি যেকোনও ধরণের প্রশ্নের উত্তর দিতে পিছপা হন না ৷ Photo Courtesy- Twitter