চিনের করোনা ভাইরাসে ভারতে আতঙ্ক, করোনা ভাইরাস কী, ইতিমধ্যেই আমেরিকা পৌঁছে গেল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আতঙ্কের অন্য নাম করোনাভাইরাস ৷ চিনে ছড়িয়েছে এবার গোটা বিশ্বে দেখাচ্ছে ভয়, জেনে নিন কতটা ভয়ানক এই রোগ
advertisement
1/7

চিনের করোনা ভাইরাসে ভারতে আতঙ্ক। কলকাতা সহ দেশের ৭টি বিমানবন্দরে সতর্কতা জারি করল ডিজিসিএ। চিন ও হংকং থেকে আসা যাত্রীদের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার পরই ছাড়ার সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের দাবি, সার্সের থেকেও অনেকক্ষেত্রে করোনা ভাইরাস অনেক বেশি বিপজ্জনক। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনা ভাইরাসে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। চিনের ইউহান থেকে এই মারণ ভাইরাস ছড়িয়েছে। ইউহানে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। হংকংয়েও দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস।
advertisement
2/7
ভারতের বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যেই চরম সতর্কতা জারি করা হয়েছে ৷ চিন থেকে যারা আসছেন তাদের প্রত্যেকের শারীরির পরীক্ষা করা হচ্ছে ৷ কলকাতা মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর বিমানবন্দরে জারি রয়েছে চরম সতর্কতা ৷
advertisement
3/7
চিনে ২৯১ কেস রেজিস্ট্রার হয়েছে ৷ ইতিমধ্যেই আমেরিকায় একটি কেস রেজিস্ট্রার হয়েছে ৷ ফলে এবার মার্কিন মুলুকেও ছড়িয়েছে চিনা আতঙ্ক করোনাভাইরাস ৷
advertisement
4/7
নোবেলা করোনা প্রকৃতির এই করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ফ্ল্যাবিও ভাইরাস, যা দ্রুত সংক্রামিত হয়। চিনের ইউহানের প্রথম করোনা সংক্রণের ঘটনা নজরে আসে। তারপর থেকে নতুন নতুন জায়গাতেও ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে চলেছে।
advertisement
5/7
চিনের ইউহান প্রদেশে করোনা ভাইরাসের প্রথম হদিশ। ইউহানের মাছের বাজার থেকে ছড়ায় এই ভাইরাস। এই অঞ্চলেই বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে, কয়েকশো মানুষ সংক্রমণের শিকার। চিনে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত গবাদি পশু থেকে ছড়ায় বলে করোনার ক্ষেত্রে বিপদ অনেক বেশি।
advertisement
6/7
পশু-পাখি ও গবাদি পশুর সংস্পর্শে থাকা মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেশি। পশুর লোম, মল থেকেই এই ভাইরাস সংক্রমণের প্রবণতা বেশি। সরাসরি মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস, মানুষ থেকেও পশুর দেহে ছড়াতে পারে।
advertisement
7/7
প্রাথমিকভাবে সর্দি, কাশি থেকে নিউমোনিয়া। সঙ্গে প্রবল জ্বর, শ্বাসকষ্ট। এটাই প্রাণঘাতী হয়ে ওঠে। এতে অ্যান্টিবায়োটিক কাজ করে না বলে এই ভাইরাস কাবু করা কঠিন। প্রাথমিকভাবে এর উপসর্গও বোঝা শক্ত।