শুরু হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ সমীক্ষা! কোন কোন নথি থাকলে ভোটার হিসাবে SIR-এ আপনি নিরাপদ? জেনে নিন বিস্তারিত
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মোট ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যেও এসআইআর হলেও নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করছেন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিকরা। কোন কোন সেই নথি?
advertisement
1/11

একটি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন কমিশন সংশোধিত তালিকা প্রকাশের ক্ষেত্রে একটি সমীক্ষা করে। একে নিবিড় সমীক্ষা বলা হয়।
advertisement
2/11
শেষবার এই সমীক্ষা হয়েছিল ২০০২ সাল থেকে ২০০৪ সালের মধ্যে। শেষবার বিহারেও এই সমীক্ষা হয়েছিল ২০০৩ সালে। এই তালিকা থেকে মূলত কারা মৃত, কারা কারা অন্য কোথাও চলে গিয়েছে বা কারা ভুয়ো সেই বিষয়ে সমীক্ষা করবে কমিশন।
advertisement
3/11
এরপরেই সেই বিষয়ে সমীক্ষা করে সংশোধিত তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন।বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে জুন মাসে। প্রথম ধাপে ৫২ লক্ষ ভোটারদের তালিকা নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী ১ অগস্ট।
advertisement
4/11
সংশোধিত তালিকার প্রক্রিয়া শুরু হয়েছে বিহারে। ওই রাজ্যে মোট ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যেও এসআইআর হলেও নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করছেন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিকরা। কোন কোন সেই নথি?
advertisement
5/11
১ আপনার নামে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি (কেন্দ্র বা রাজ্যের) ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসির নথি গ্রহণযোগ্য হবে।২ আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মী হলেও আপনার সেই পরিচয় গ্রাহ্য হবে।
advertisement
6/11
৩ জন্মের শংসাপত্র গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।৪ বৈধ পাসপোর্ট গ্রহণযোগ্য হবে জানিয়েছে কমিশন।
advertisement
7/11
৫ কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শংসাপত্র যেখানে জন্মের নাম এবং তারিখের উল্লেখ রয়েছে। ৬ সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র
advertisement
8/11
৭ তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত শংসাপত্রও গ্রহণযোগ্য হবে।৮ জাতীয় নাগরিকপঞ্জি বা (এনআরসি) তালিকায় নাম থাকলে
advertisement
9/11
৯ বনাঞ্চলে অধিকারের শংসাপত্র১০ রাজ্য সরকারের বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক 'রেজিস্টার'।
advertisement
10/11
এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলাতেই গত ১৭ জুলাই শীর্ষ আদালত নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি এবং রেশন কার্ডকে নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল। কিন্তু, মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয় তালিকার ক্ষেত্রে এই নথিগুলি গ্রহণযোগ্য নয়।কমিশনের যুক্তি, আধার পরিচয়পত্র মাত্র। অন্যদিকে, ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র নয়।
advertisement
11/11
প্রত্যেককেই নথি জমা দিতে হবে?এইক্ষেত্রে জানানো হয়েছে প্রত্যেকে নথি জমা দিতে হবে না। বিহারে শেষবার ২০০৩ সালে এসআইআর হয়েছিল, তার ভিত্তিতেই তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে, বিহারের ক্ষেত্রে ২০০৩ সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল, তাঁদের নাম থাকবে। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শেষবার হয়েছিল ২০০২ সালে। অতএব ২০০২ সালের তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবে নির্বাচন কমিশন।