Weather Alert: এখনও বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি, সঙ্গী হু হু হাওয়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের একাধিক এলাকা, ছত্তিশগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷
advertisement
1/10

#কলকাতা: দিল্লি, উত্তরপ্রদেশ-বিহার সহ উত্তর ভারতের একাধিক রাজ্য বৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেছে৷ কিন্তু মহারাষ্ট্র, পুণে সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি অসুরের দাপটে জীবন একেবারে নাজেহাল৷ পুণে ও মুম্বই সমেত মহারাষ্ট্রের একাধিক এলাকায় লাগাতার বৃষ্টিতে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা৷ আইএমডি ওয়েদার আপডেটে জানানো হয়েছে দেশের কিছু অংশে মঙ্গলবার বৃষ্টির দাপট থাকবে তাই জারি হয়েছে ওয়েদার অ্যালার্ট৷ Photo Courtesy- IMD/Satellite
advertisement
2/10
মুষলাধার বৃষ্টির দাপটে বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তা জলের তলায় চলে গেছে৷ এর কারণে একেবারে ব্যতিব্যস্ত অবস্থা মানুষজনের৷ আইএমডি বা মৌসম বিভাগের পক্ষ থেকে পুণে, মুম্বই, থানে, পালঘরের জন্য মঙ্গলবারের ওয়েদার আপডেটে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে৷
advertisement
3/10
কলকাতাতেও কয়েকদিন বৃষ্টি থেকে নিষ্কৃতি মিলেছে৷ আজকের ওয়েদার আপডেট অনুযায়ী অংশত মেঘলা আকাশ৷ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷
advertisement
4/10
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৭ শতাংশ৷ এর জেরে ফিল লাইক তাপমাত্রা ফের সর্বোচ্চ তাপমাত্রার থেকে খানিকটা বেশি থাকবে৷ ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে৷ -Photo Courtesy- Accuweather
advertisement
5/10
দক্ষিণবঙ্গের বেশীর ভাগ জেলাগুলিতেও ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতার ধরণেরই আবহাওয়া থাকার সম্ভাবনা৷
advertisement
6/10
উত্তরবঙ্গে ভোরের দিকে তাপমাত্রা খানিকটা নেমেছে৷ ফলে হালকা হালকা ঠাণ্ডার অনুভূতি শুরু হলেও দিনের বেলা ফের তাপমাত্রা বাড়বে৷
advertisement
7/10
এএনআই -র মতে সোমবার রাতে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে পুণেতে প্রবল বৃষ্টি হয়েছে৷ এর কারণে রাস্তায় জলের স্রোত এসে গেছে৷ শুধু এটুকই নয় এর কারণে গাছ উপড়ে একাকার অবস্থা৷ প্রবল হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকার গড়ের নিরিখে ৮১ মিমি বৃষ্টিপাত হয়েছে৷ Photo Courtesy- ANI/Twitter
advertisement
8/10
মহারাষ্ট্র ছাড়া তামিলনাড়ু, ছত্তিশগড়, কেরল, তেলেঙ্গানা কিছু অংশে বৃষ্টি হয়েছে৷ মুষলাধার বৃষ্টি সম্ভবনা রয়েছে৷
advertisement
9/10
উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থেমে গেছে৷ দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টির স্থিতি নেই৷ তবে মহারাষ্ট্র , কেরল, কর্নাটক, গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপ সমূহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার আপডেটে জানানো হয়েছে৷
advertisement
10/10
এছাড়া তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের একাধিক এলাকা, ছত্তিশগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷