TRENDING:

F-35 Fighter Jet: ভারতের গা ঘেঁষেই কেন যুদ্ধ মহড়া আমেরিকা-ব্রিটেনের F-35 জেটের? কী বার্তা দিচ্ছে এই কৌশল? 

Last Updated:
F-35 Fighter Jet: ভারতের আশেপাশেই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক মহড়ায় নেমেছে মার্কিন ও ব্রিটিশ F-35 ফাইটার জেট। এটা শুধুমাত্র একটি যৌথ মহড়া নয়, বরং এই ঘটনার পেছনে কোন স্পষ্ট বার্তা?
advertisement
1/9
ভারতের গা ঘেঁষেই কেন যুদ্ধ মহড়া আমেরিকা-ব্রিটেনের F-35 জেটের? কী বার্তা দিচ্ছে এই কৌশল? 
ভারতের সীমানার একেবারে কাছে নজিরবিহীন এক উচ্চপ্রযুক্তি সামরিক মহড়ায় অংশ নিল আমেরিকা ও ব্রিটেনের F-35 যুদ্ধবিমান। ব্রিটিশ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার HMS Prince of Wales থেকে আকাশে ওড়ানো হল মার্কিন F-35B স্টেলথ জেট, তাও আবার বিপজ্জনক ‘হট-পিট রিফুয়েলিং’ পদ্ধতিতে।
advertisement
2/9
এই মহড়া নিছকই কৌশলচর্চা নয়, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে পাল্টে দেওয়া খেলার নিয়ম। ভারতও এই চর্চার এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে—প্রমাণ দিচ্ছে প্রতিটি মুহূর্ত।
advertisement
3/9
সম্প্রতি মার্কিন মেরিন কোর-এর F-35B স্টেলথ ফাইটার বিমান ব্রিটেনের বিমানবাহী যুদ্ধজাহাজ HMS Prince of Wales থেকে টেক অফ করেছে ‘হট-পিট রিফুয়েলিং’-এর পর। বিশেষ বিষয় হল, এই মহড়ার ঠিক আগেই ব্রিটিশ নৌবাহিনীর একটি F-35B জেট ভারতেই সংস্কারের জন্য আটকে পড়ে। ভারতীয় নৌসেনা সেই সময় ব্রিটিশ বাহিনীকে লজিস্টিক সহায়তা দেয়।
advertisement
4/9
যুদ্ধ পরিস্থিতিতে সময় বাঁচানোর জন্য এটা অত্যন্ত কার্যকর হলেও যথেষ্ট বিপজ্জনকও। এই একই স্কোয়াড্রন ইতিহাস তৈরি করেছিল যখন তারা প্রথমবার F-35B বিমানকে জাপানের যুদ্ধজাহাজ JS Izumo-তে ল্যান্ড এবং টেক অফ করিয়েছিল।
advertisement
5/9
National Interest-এর রিপোর্ট অনুযায়ী, এই মহড়া চিনের উদ্দেশ্যে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবেই ধরা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র কোনওভাবেই চায় না যে চিন ভারত মহাসাগরের সীমানা লঙ্ঘন করুক। তাই ভারতকে সঙ্গে নিয়ে একাধিক কৌশলগত পদক্ষেপ নিচ্ছে তারা।
advertisement
6/9
এমনকি ব্রিটেনের HMS Prince of Wales ভারতীয় সমুদ্রসীমার খুব কাছেই কাজ করছে এবং ভারতের সাহায্যে তাদের F-35B মেরামত করা হয়েছে। মার্কিন Bats স্কোয়াড্রন এর আগেও জাপান ও ব্রিটেনের সীমানায় F-35B মোতায়েন করেছে, এবার তা ভারতের কাছাকাছি। চিন নিশ্চয়ই এর উপর কড়া নজর রাখছে।
advertisement
7/9
ভারত এখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। পশ্চিমি দেশগুলি ভারতের ভূ-রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করছে। ভারতও F-35-এর প্রযুক্তি ও লজিস্টিক পদ্ধতি সম্পর্কে এখন অবগত হচ্ছে।
advertisement
8/9
এই মহড়া একপ্রকার সরাসরি বার্তা চিনকে—কারণ ঘটনাক্রম নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মহড়াগুলি হচ্ছে দক্ষিণ চিন সাগর ও মালাক্কা প্রণালীর কাছাকাছি, যেখানে ভারত নিজে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠছে।
advertisement
9/9
বিশেষজ্ঞদের মতে, HMS Prince of Wales এবং মার্কিন F-35B জেটের উপস্থিতি ভারতের কাছে নিছক কাকতালীয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। এর ফলে ভারতীয় নৌসেনা ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করবে, এবং গোটা এশিয়ায় ভারত এক অন্যতম নৌশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে—এই পথে এক বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে।
বাংলা খবর/ছবি/দেশ/
F-35 Fighter Jet: ভারতের গা ঘেঁষেই কেন যুদ্ধ মহড়া আমেরিকা-ব্রিটেনের F-35 জেটের? কী বার্তা দিচ্ছে এই কৌশল? 
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল