Viral: অবাক কাণ্ড! ভারতের এই গ্রামে কুকুররা কোটিপতি, সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন
- Published by:Suvam Mukherjee
- local18
Last Updated:
Viral: গুজরাতে একটি গ্রাম আছে, যেখানে প্রায় ৭০টি কুকুর কোটিপতি। শুনতে অবাক লাগলে এটাই বাস্তব
advertisement
1/8

গুজরাত: গুজরাতে একটি গ্রাম আছে, যেখানে প্রায় ৭০টি কুকুর কোটিপতি। শুনতে অবাক লাগলে এটাই বাস্তব! গুজরাতের মেহসানার পাঁচোট গ্রামে বসবাসকারী প্রায় ৭০টি কুকুর কোটিপতি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
2/8
মেহসানার কাছে এই ছোট্ট গ্রামটি একটি বাইপাসের পাশে অবস্থিত। বর্তমানে সেখানে জমির দাম অনেক বেড়ে গেছে। গ্রামে একটি ট্রাস্ট আছে। এই ট্রাস্ট কুকুরের দেখাশোনা করে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
এই ট্রাস্ট বহু বছর আগে দান হিসেবে ২১ বিঘা জমি পেয়েছিল। এই জমির আয় দিয়েই কুকুরের দেখাশোনা করা হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
এই জমি বাইপাসের ধারে হওয়ায়, প্রতি বিঘা জমির দাম বেড়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। হিসেব করলে প্রতিটি কুকুরকে এক কোটি টাকা দেওয়া যেতে পারে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
এই জমি থেকে ট্রাস্টের টাকাও আয় হয়। প্রতি বছর এর একটি প্লট ফসল বপনের জন্য নিলাম করা হয়। যিনি সর্বোচ্চ দর দেন, তাকে এক বছরের জন্য জমি দেওয়া হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
ট্রাস্ট নিলাম থেকে প্রতি বছর লক্ষাধিক আয় করে, যা কুকুরদের খাওয়ানোর জন্য ব্যবহৃত হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
ট্রাস্টের চেয়ারম্যান ছাগনভাই প্যাটেল বলেন, এই জমিটি ৭০ বছর আগে দান করা হয়েছিল। সেই সময় কেউ জানতেন না যে, এক সময় এর মূল্য কোটিতে পৌঁছে যাবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
কিন্তু এখানকার মানুষ দান করা জিনিস ফেরত না নেওয়ায় এই জমি এখনো ট্রাস্টের কাছে আছে এবং কুকুরকে কোটিপতি বানাচ্ছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)