TRENDING:

Viral Flower: ফুল দেখতে অবিকল বাঁদরের মত, ফুলের পাঁপড়ির মধ্যে বাঁদরের মুখ, অদ্ভুত ফুল ঘিরে তুমুল তোলপাড়

Last Updated:
advertisement
1/5
ফুল দেখতে বাঁদরের মত, ফুলের পাঁপড়ির মধ্যে বাঁদরের মুখ, অদ্ভুত ফুল ঘিরে তোলপাড়
সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ! প্রকৃতি সত্যিই প্রতিটি মুহূর্তে বিস্ময় করে! প্রাণীজগত, গাছপালায় এত বৈচিত্র, এত চমক, যে অবাক হতে হয়! এই যেমন একটা ফুল! ফুল ফুটলে তার মধ্যে ফুটে ওঠে বাঁদরের মুখ। কুঁড়ি থেকে ফোটা ফুলকে অবিকল বাঁদরের মুখের মত দেখতে।
advertisement
2/5
ফুলের মধ্যে বাঁদরের মুখের আদল! সতিই ফুলটি দেখলে চমকে যেতে হয়। তবে, শুধু ফুল না বলাই ভাল। এটি একপ্রকার অর্কিড।
advertisement
3/5
ফুল দেখলে অবিকল বাঁদরের মুখের মত। সেই থেকেই এই ফুলের নাম ‘মাঙ্কি ফেসড অর্কিড’। তবে শুধু দেখতে নয়, এই অর্কিডের গন্ধও মানুষকে চমকে দেবেফুল দেখলে অবিকল বাঁদরের মুখের মত। সেই থেকেই এই ফুলের নাম ‘মাঙ্কি ফেসড অর্কিড’। তবে শুধু দেখতে নয়, এই অর্কিডের গন্ধও মানুষকে চমকে দেবে
advertisement
4/5
ফুল ফোটার পর তা থেকে গন্ধ বার হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এই অর্কিডজ তবে কোনও ফুলের গন্ধ নয়। একটি পরিচিত ফলের গন্ধ। ফুলটি থেকে পাকা কমলা লেবুর গন্ধ বার হতে থাকে। এটাই ফুলটির গন্ধ।
advertisement
5/5
এই ফুল পাওয়া যায় দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডরে। রংবাহারি এই অর্কিড সমতলে হয় না। সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উপরে দেখা যায় এই অর্কিড।
বাংলা খবর/ছবি/দেশ/
Viral Flower: ফুল দেখতে অবিকল বাঁদরের মত, ফুলের পাঁপড়ির মধ্যে বাঁদরের মুখ, অদ্ভুত ফুল ঘিরে তুমুল তোলপাড়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল