TRENDING:

অবশেষে ক্যামেরার সামনে ‘জাস্ট ম্যারেড’ বরুণ-নাতাশা ! ছবিতে উপচে পড়ল ছোট্টবেলার প্রেম

Last Updated:
তাই বিয়ের সাজে বরুণ ও নাতাশার ছবি দেখাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ৷ অবশেষে ফ্যানেদের স্বপ্নপূরণ ঘটালেন বরুণ নিজেই ৷
advertisement
1/4
অবশেষে ক্যামেরার সামনে ‘জাস্ট ম্যারেড’ বরুণ-নাতাশা ! দেখুন ছবি
শেষমেশ সামনে এসেই গেল বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের ছবি ৷ যে ছবি দেখার জন্য সকাল থেকে নেটপাড়ায় অধীর আগ্রহে বসে ছিলেন নেটিজেনের দল ৷ তাঁদের অপেক্ষার ঘটল অবসান ৷ তাও আবার খোদ সদ্য বিবাহিত বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ানের হাত ধরেই ৷ Photo: Instagram
advertisement
2/4
বরুণ ধাওয়ানের বিয়েতে ছিল তুমুল কড়াকড়ি ৷ নো মোবাইল ফোন নীতিতেই আটকে ছিলেন বরুণ ও নাতাশা ৷ তাই বিয়ের সাজে বরুণ ও নাতাশার ছবি দেখাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ৷ অবশেষে ফ্যানেদের স্বপ্নপূরণ ঘটালেন বরুণ নিজেই ৷ Photo: ANI
advertisement
3/4
ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছাদনাতলার ছবি ৷ গোলাপি আভায় রুপোলি কাজে বরুণ ও নাতাশার বিয়ের লুক নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে দেবে ৷ ছবিতে দেখা গিয়েছে, ছেলে বরুণের ঠিক পিছনে দাঁড়িয়ে কতটা উচ্ছ্বাস ডেভিড ধাওয়ানের ৷ Photo: ANI
advertisement
4/4
বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে রবিবার সকাল থেকেই গোটা বলিউডে হইহই কাণ্ড ৷ নাতাশা ও বরুণের বিয়ের ছবি দেখার জন্য হন্যে দিয়ে নেটপাড়ায় পড়ে রয়েছেন নেটিজেনরা ৷ তবে বরুণের কড়া নিষেধ ৷ নো মোবাইল ফোন ৷ যতক্ষণ না বরুণ-নাতাশা নিজে থেকে এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, ততক্ষণ ছবি দেখা প্রায় দুস্কর হয়ে উঠেছিল ৷ তবে শেষমেশ বরুণ তাঁর দুলহানিয়া নিয়ে ক্যামেরার সামনে আসলেন ৷ Photo; ANI
বাংলা খবর/ছবি/দেশ/
অবশেষে ক্যামেরার সামনে ‘জাস্ট ম্যারেড’ বরুণ-নাতাশা ! ছবিতে উপচে পড়ল ছোট্টবেলার প্রেম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল