Vaishno Devi by Vande Bharat Express: এবার বন্দেভারতে বৈষ্ণোদেবী...কত রাখা হল ভাড়া? কোথা থেকেই বা মিলবে ট্রেন, মোদির হাতে শনিবারই উদ্বোধন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু একেবারে কাশ্মীরের ঠান্ডা মাথায় রেখে বানানো! আছে হিটার লাগানো জানালা, গরম পানির ব্যবস্থা, হিটার-সহ টয়লেট – বরফ পড়লেও ট্রেন দিব্যি চলবে।
advertisement
1/10

এই সপ্তাহ থেকেই কাশ্মীরের জন্য চালু হচ্ছে নতুন বন্দে ভারত ট্রেন। কাটরা থেকে শ্রীনগর – পৌঁছে দেবে মাত্র তিন ঘণ্টায়! প্রধানমন্ত্রী মোদি শনিবার এই স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন।
advertisement
2/10
বর্তমানে সড়কপথে কাটরা থেকে শ্রীনগর যেতে সময় লাগে ৬-৭ ঘণ্টা। প্লেনে গেলে এক ঘণ্টারও কম, কিন্তু এই ট্রেনে যাত্রা হবে অনেক কম খরচে এবং আরামে।
advertisement
3/10
কাটরায় পৌঁছনো সহজ – দিল্লি, মুম্বাই, চেন্নাই, কন্যাকুমারীসহ অনেক শহর থেকে সরাসরি ট্রেন আছে। এখন কেউ চাইলে কাটরা হয়ে শ্রীনগর যেতে পারবেন এই বন্দে ভারত ধরে।
advertisement
4/10
আবার শ্রীনগর ঘুরে বন্দেভারতে কাটরা এসে বৈষ্ণোদেবী দর্শনও করা যাবে৷ তারপরে কাটরা থেকে বাড়ি ফেরার ট্রেন৷উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্প (USBRL) এর দৌলতেই এই ট্রেন চালানো সম্ভব হচ্ছে। আগে পর্যন্ত শুধু শ্রীনগর থেকে সাঙ্গালদান পর্যন্ত ট্রেন চলত, এবার সেই রুট আরও বাড়ল।
advertisement
5/10
এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৯৪-৯৫ সালে! উপত্যকার মধ্যে কিছুটা রেল চলত ঠিকই, কিন্তু দেশের বাকি অংশের সঙ্গে রেললাইন জোড়া ছিল স্বপ্নের মতো।
advertisement
6/10
অবশেষে চেনাব আর অঞ্জি খণ্ডের মতো দুর্দান্ত সেতু তৈরি হওয়ায় এখন কাশ্মীর একেবারে পুরো দেশের সঙ্গে ট্রেনে যুক্ত হয়ে গেল।
advertisement
7/10
রেল দফতর কাটরা স্টেশনে কড়া নিরাপত্তা রাখার ব্যবস্থা নিচ্ছে। কারণ, কাশ্মীর রুট স্পর্শকাতর – তাই বাড়তি স্ক্যানিং আর চেকিং হবে।
advertisement
8/10
এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু একেবারে কাশ্মীরের ঠান্ডা মাথায় রেখে বানানো! আছে হিটার লাগানো জানালা, গরম পানির ব্যবস্থা, হিটার-সহ টয়লেট – বরফ পড়লেও ট্রেন দিব্যি চলবে।
advertisement
9/10
এই ট্রেনে থাকবে মোট ৮টা কোচ – একটা এক্সিকিউটিভ ক্লাস, আর বাকি ৭টা এসি চেয়ার কার। প্রথমে প্রতিদিন একবার করে চলবে ট্রেন, পরে যদি লোকজন বেশি হয় তাহলে সংখ্যা বাড়বে।
advertisement
10/10
রাস্তায় থামবে রেয়াসি, সাঙ্গালদান, বানিহাল আর অনন্তনাগে। রাতে ট্রেন চলবে না – শুধুই দিনে চলবে। টিকিটের দাম থাকবে ১,০০০-১,৫০০ টাকার মধ্যে, আর এক্সিকিউটিভ ক্লাসে প্রায় ২,০০০-২,৫০০ টাকার মতো।