TRENDING:

Vande Bharat Express: সোমবারই উদ্বোধন বাংলার তৃতীয় বন্দে ভারতের? দাঁড়াবে কোন কোন স্টেশনে? ফাইনাল সময়সূচি প্রকাশ করল রেল

Last Updated:
Vande Bharat Express: অবশেষে অপেক্ষার অবসান! এবার রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিনক্ষণ প্রকাশ করলে ভারতীয় রেল। ট্রেনের চূড়ান্ত সময়সূচিও প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
advertisement
1/11
সোমবারই উদ্বোধন বাংলার তৃতীয় বন্দে ভারতের? দাঁড়াবে কোন কোন স্টেশনে?
অবশেষে অপেক্ষার অবসান! এবার রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিনক্ষণ প্রকাশ করলে ভারতীয় রেল। ট্রেনের চূড়ান্ত সময়সূচিও প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
advertisement
2/11
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২৯ মে অর্থাৎ সোমবার উদ্বোধন করা হবে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের।
advertisement
3/11
পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস শুধু নয়, পাশাপাশি উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হিসেবেও বিবেচিত হবে এই ট্রেনটি। সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় এই ট্রেনটিকে সবুজ পতাকা দেখানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক ভাবে চালু হওয়ার পর ট্রেনটি সকালে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে।
advertisement
4/11
প্রসঙ্গত, সোমবার উদ্বোধনের দিন এই বন্দে ভারত ট্রেনটি একাধিক স্টেশনে দাঁড়ালেও যাত্রী পরিষেবা শুরু হলে ট্রেনটি কেবলমাত্র নির্দিষ্ট স্টপেজেই থামবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার পর কামাখ্যায় পৌঁছবে ১২ টা ১৫ মিনিটে।
advertisement
5/11
এরপর বিভিন্ন স্টেশনে স্টপেজ দেওয়ার পর নিউ আলিপুরদুয়ারে ট্রেনটি পৌঁছবে ৩ টে ৪৮ মিনিটে। এরপরে একে একে নিউ কোচবিহার এবং ধূপগুড়িতে দাঁড়ানোর পর ট্রেনটি নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছবে সন্ধ্যে ৬ টায়।
advertisement
6/11
যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর সময়সূচি: রেলসূত্রে খবর, ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর ট্রেনটি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে মোট ৫ টি স্টেশনে দাঁড়াবে। সেগুলি হল নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাওঁ এবং কামাখ্যা।
advertisement
7/11
মঙ্গলবার বাদে সপ্তাহে মোট ছ’দিন এই ট্রেন যাতায়াত করবে। শুধু তাই নয়, মোট ৪১১ কিমি পথ পাড়ি দিতে এই ট্রেন সময় নেবে সাড়ে ৫ ঘণ্টা।
advertisement
8/11
প্রতিদিন এই ট্রেনটি সকাল ৬ টা ১০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটি কামাখ্যায় পৌঁছবে ১১ টা ১৮ মিনিটে। তারপর ১১ টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি পৌঁছে যাবে গুয়াহাটিতে।
advertisement
9/11
পাশাপাশি, গুয়াহাটি থেকে প্রতিদিন (মঙ্গলবার বাদে) বন্দে ভারত ছাড়বে বিকেল সাড়ে ৪ টের সময়। এমতাবস্থায়, নিউ জলপাইগুড়িতে ট্রেনটি পৌঁছবে রাত ১০টায়।
advertisement
10/11
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সফর শুরু হয়েছিল। ওই ট্রেনটি চলাচল করছে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে। এরইমধ্যে, সম্প্রতি হাওড়া-পুরী রুটে চলাচল শুরু করেছে রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস।
advertisement
11/11
এবার উদ্বোধন হতে চলেছে রাজ্যের তৃতীয় তথা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের। ফলত বছর না ঘুরতেই বাংলার রেলযাত্রীদের ঝুলি ভরাল ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।
বাংলা খবর/ছবি/দেশ/
Vande Bharat Express: সোমবারই উদ্বোধন বাংলার তৃতীয় বন্দে ভারতের? দাঁড়াবে কোন কোন স্টেশনে? ফাইনাল সময়সূচি প্রকাশ করল রেল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল