India Weather Update: তাপমাত্রার রেকর্ড পতন! শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা-কড়া ঠান্ডায় হাড়হিম! ন্যূনতম ৩.২°, চূড়ান্ত সতর্কতা IMD-র
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
India Weather Update|Very Very Cold situation|IMD|Uttar Pradesh Weather Update|Mausam Bhavan|Very Very Cold situation|Heavy Fog: অত্যন্ত ঠান্ডা, রাতের তাপমাত্রায় রেকর্ড পতন ৷
advertisement
1/9

দীপাবলির (Diwali 2021) পর থেকে হালকা হালকা করে ঠান্ডা সারা দেশে কম বেশি অনুভূত হয়েছে ৷ তবে মৌসম ভবন (IMD) অনুমান করছে এবার শৈত্যপ্রবাহ ও কড়া ঠান্ডার দিন সামনেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
জাঁকিয়ে শীত এবার পড়তে চলেছে গোটা দেশে (Winter in India) ৷ এমনই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরপ্রদেশে (UP) তাপমাত্রার পারা পতন হতে চলেছে ৷ পশ্চিম উত্তরপ্রদেশে (West Uttar Pradesh) দিনের বেলায় অত্যন্ত শীত অনুভব করা যাবে একই সঙ্গে শৈত্যপ্রবাহ (Cold Wave) থেকে কোনও মতেই ছাড় নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
জাঁকিয়ে শীত এবার পড়তে চলেছে গোটা দেশে (Winter in India) ৷ এমনই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরপ্রদেশে (UP) তাপমাত্রার পারা পতন হতে চলেছে ৷ পশ্চিম উত্তরপ্রদেশে (West Uttar Pradesh) দিনের বেলায় অত্যন্ত শীত অনুভব করা যাবে একই সঙ্গে শৈত্যপ্রবাহ (Cold Wave) থেকে কোনও মতেই ছাড় নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
যেহেতু পশ্চিম উত্তরপ্রদেশে কড়া ঠান্ডা পড়বে (Too Cold weather) ৷ একই সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডার পরিমাণ বাড়বে পূর্ব উত্তরপ্রদেশের জেলাগুলিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ ১৮ ডিসেম্বর (December 2021) থেকেই তুমুল ঠান্ডা পড়বে ৷ শুরুতে পশ্চিম উত্তরপ্রদেশ তারপরে পূর্ব উত্তরপ্রদেশেও একই প্রভাব লক্ষ করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
রামপুর, বরেলি, পিলভিত, মেরঠ, সাহারানপুর, শামলি, বিজনৌর, বাগপতে তুমুল ঠান্ডা পড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এরপরে মুজফ্ফরনগর, লক্ষীমপুর ক্ষিরি, শাহজাঁহাপুর, আলিগড়, বুলন্দশহরে জাঁকিয়ে ঠান্ডা পড়বে ৷ মুজফ্ফর নগরে রাতের তাপমাত্রা সর্বনিম্ন হতে পারে ৩.২ ডিগ্রি ৷ মেরঠে ৫ ডিগ্রি থাকবে তাপমাত্রা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
ঘন কুয়াশার কারণে সমস্যা দেখা দেবে ৷ ট্রেন, বিমান-সহ বিভিন্ন পরিবহণের ক্ষেত্রে সমস্যা হবে ৷ আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম উত্তরপ্রদেশে হালকা বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
যতই রোদ ঝলমলে দিন হবে ততই কামড় বসাবে ঠান্ডা ৷ ঘন কুয়াশা (Deepest Foggy Weather) ও কড়া ঠান্ডা আগামী দিনে দেশের এই রাজ্যে দাঁত ফোটাতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷