KYC and PAN Card: কেওয়াইসি-র ক্ষেত্রে প্যান কার্ডেই কাজ হবে, বাজেট পেশে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- Published by:Debalina Datta
Last Updated:
এর ফলে কেওয়াইসি পদ্ধতি সরলীকৃত হয়ে যাবে৷ আয়কর বিভাগ এবং সরকারি এজেন্সি প্যান কার্ডহোল্ডার এবং ডকুমেন্ট ম্যানেজ করতে পারবে৷
advertisement
1/7

#নয়াদিল্লি : দেশের সাধারণ বাজেটে নাগরিকদের জন্য এক বড় স্বস্তির খবর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এটাই নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বের ইনিংসে শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ নিজের ভাষণে কেওয়াইসি ও প্যান কার্ড নিয়ে এক বড় ঘোষণা করেছেন৷
advertisement
2/7
KYC পদ্ধতিকে সরলীকরণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারমণ। ফাইনিন্সিয়াল সিস্টেমকে পুরোপুরি ডিজিটাল করে দেওয়া হবে।
advertisement
3/7
নির্মলা সীতারমণ নিজের ভাষণে জানিয়েছেন প্যান কার্ডই সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য গ্রহণযোগ্য করা হবে৷ ইউনিফায়েড ফাইলিং প্রসেস সেটআপ করা হয়েছে৷
advertisement
4/7
ওয়ান স্টপ সলিউশন এবং আইডেনন্টিটি আর অ্যাড্রেস অর্থাৎ পরিচয় ও বাসস্থানের ঠিকানার জন্য সমস্ত ডকুমেন্ট ডিজি লকার এবং আধারের ওয়ান স্টপ সলিউশনে আর আইডেন্টিটি অ্যাড্রেসের জন্য করা হবে৷ ডিজি লকার এবং আধারের কারণে এটাকে ওয়ান স্টপ সলিউশন করা হবে৷
advertisement
5/7
কমন পোর্টালে একটি জায়গায় ডেটা থাকবে৷ যা আলাদা আলাদা এজেন্সি ব্যবহার করতে পারবে৷ কিন্তু এটা ব্যবহারের জন্য যার ডেটা তার সহমতি লাগবে৷
advertisement
6/7
ব্যাঙ্ক বাজার সিইও আদিল শেট্টি কেওয়াইসি পদ্ধতিতে সরল করে দেওয়া হবে এতে বলেছেন, ‘‘ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থণ করার জন্য কেওয়াইসি প্রসেস সরল করা জরুরি ছিল৷ এটা খুব ভাল সিদ্ধান্ত৷ প্রতি ফাইনিন্সিয়াল রেগুলেটর এখন মাস্টার কেওয়াইসিকে রিভিউ করা হবে, আর আপডেট জারি করা হবে৷ ন্যাশানাল ডেটা গভর্নেন্স পলিসিতে ডেটা পৌঁছে যাওয়া সহজ হবে৷’’
advertisement
7/7
এর ফলে কেওয়াইসি পদ্ধতি সরলীকৃত হয়ে যাবে৷ আয়কর বিভাগ এবং সরকারি এজেন্সি প্যান কার্ডহোল্ডার এবং ডকুমেন্ট ম্যানেজ করতে পারবে৷