TRENDING:

কয়েক বছর বাদেই বাতিল হয়ে যাবে এই আধার, তারপর কী করবেন জেনে নিন

Last Updated:
এই আধার কার্ডের মেয়াদ সীমিত ৷ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কী করতে হবে আসুন জেনে নিন ৷
advertisement
1/5
কয়েক বছর বাদেই বাতিল হয়ে যাবে এই আধার, তারপর কী করবেন জেনে নিন
শিশুদেরও আধারের আওতায় আনতে চেয়ে সম্প্রতি কেন্দ্র চালু করেছে এই বিশেষ আধার কার্ড ৷ মাত্র কয়েক বছরই মেয়াদ এই ধরনের আধার কার্ডের ৷ পাঁচ বছরের কমবয়সী খুদেদের জন্য বাল আধার চালু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এই নীল রঙের আধার কার্ডের মেয়াদ সীমিত ৷ কিছু বছরের মধ্যেই প্রয়োজন ফুরিয়ে যাবে এই বিশেষ আধারের ৷
advertisement
2/5
নীল রঙের এই আধার কার্ডে অবশ্য শিশুদের কোনও বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হবে না ৷ বায়োমেট্রিক তথ্য ছাড়াই তৈরি করা যাবে শিশুদের আধার কার্ড ৷ তবে এই আধার কার্ডের মেয়াদ সীমিত ৷ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কী করতে হবে আসুন জেনে নিন ৷
advertisement
3/5
এখন থেকে এক বছর বয়স পূর্ণ হলেই আবেদন করা যাবে আধারের জন্যে ৷ পাঁচ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের আধারের তথ্যের সঙ্গেই যুক্ত থাকবে শিশুর বাল আধার ৷ এর জন্য শিশুকে সঙ্গে নিয়ে অভিভাবকদের যেতে হবে আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে ৷ সেখানে শিশুর ছবি তুলে বাবা-মায়ের আধার তথ্যের সঙ্গে যুক্ত করে তৈরি হবে এই বাল আধার কার্ড ৷ নথিভুক্তিকরণের পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে বাল আধারের কনফার্মেশন মেসেজ পাঠাবে UIDAI ৷ তার ৬০ দিনের মধ্যেই পোস্টে পৌঁছবে শিশুর বাল আধার কার্ড ৷ তবে এই বিশেষ আধারের মেয়াদ মাত্র পাঁচ বছর ৷ শিশুর পাঁচ বছর পূর্ণ হলেই বাতিল হয়ে যাবে এই বাল আধার ৷
advertisement
4/5
বাল আধারের মেয়াদ ফুরোলে অর্থাৎ পাঁচ বছর পূর্ণ হলে UIDAI শিশুর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে ৷ আবার সন্তানের ১৫ বছর পূর্ণ হলে ফের UIDAI ডেটাবেসে আধার তথ্য আপডেট করা হবে ৷ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে বিনামূল্যে ৷
advertisement
5/5
আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার শিশুদেরও বাল আধারের মাধ্যমে আধারের আওতায় নিয়ে এল কেন্দ্র ৷
বাংলা খবর/ছবি/দেশ/
কয়েক বছর বাদেই বাতিল হয়ে যাবে এই আধার, তারপর কী করবেন জেনে নিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল