TRENDING:

ট্রেনে সফর করছিলেন ২ সাধু, TT এসে টিকিট দেখতে চাইলে বললেন, ‘বাবা, আমাদের টাকা কোথায়?’ কিন্তু...হাতে এটা কী? যা জানা গেল!

Last Updated:
Indian Railways News: দু’জন সাধু ট্রেনে সফর করছিলেন। টিকিট চাওয়া হলে তাঁরা টিটিকে বললেন, ‘আমরা সাধু, টিকিটের জন্য টাকা কোথায় পাব?’ কিন্তু টিটির নজর তাঁদের হাতে থাকা একটি জিনিসের দিকে পড়তেই আসল সত্য প্রকাশ্যে আসে।
advertisement
1/8
ট্রেনে সফর করছিলেন ২ সাধু, TT এসে টিকিট দেখতে চাইলে বললেন, ‘বাবা, আমাদের টাকা কোথায়?’
ট্রেনের কামরায় বসে দু’জন সাধু। গেরুয়া বসন, লম্বা দাড়ি, হাতে মালা গুঁজে ধ্যানস্থ ভাব। বাইরে তখন ট্রেন ছুটছে তার নিজস্ব গতিতে। হঠাৎই এক রেল টিকিট পরীক্ষক (TT) হাজির হয়ে জিজ্ঞেস করলেন, “টিকিট দেখি?” এর পর যা হল, ভাবতেও পারছেন না। (Representational Image) 
advertisement
2/8
সাধুরা মৃদু হেসে টিটিকে বললেন, “বাবা, আমরা সাধু। টিকিটের জন্য টাকা কোথায়?” টিটি প্রথমে গম্ভীর থাকলেও, কিছুক্ষণ পরই তাঁর চোখ আটকে গেল এক আশ্চর্য দৃশ্যে! (Representational Image) 
advertisement
3/8
ভারতীয় রেল নিয়মিতভাবে বিনা টিকিটে বা অনিয়মিত টিকিটে যাত্রীদের সফর রুখতে অভিযান চালাচ্ছে। এই ধারাবাহিকতায়, ঝাঁসি বিভাগের ডাবরা স্টেশনের মাধ্যমে যাওয়া ট্রেনগুলিতে তল্লাশি চালানো হয়। সেই সময় ট্রেনে সফর করছিলেন দু’জন সাধু। (Representational Image) 
advertisement
4/8
ঝাঁসি বিভাগে বিনা টিকিটে যাত্রা রোধ করতে ডাবরা স্টেশন দিয়ে যাওয়া প্রায় ১১টি ট্রেনে কড়া নজরদারি চালানো হয়। টিটি কোচে ঢুকলেই যাত্রীদের মধ্যে হুলস্থুল শুরু হয়ে যেত। কেউ অন্য কামরায় পালানোর চেষ্টা করত, কেউ বা টয়লেটে ঢুকে লুকিয়ে পড়ত। কিন্তু টিটির নজর এড়িয়ে পালানো কঠিন ছিল। (Representational Image) 
advertisement
5/8
এই অভিযানের সময় এক কোচে দু’জন সাধুকে বসে থাকতে দেখা যায়। টিটি তাঁদের টিকিট চাইলে তাঁরা প্রচার শুরু করেন। এই সময় টিটির চোখ যায় তাঁদের হাতে থাকা মোবাইলের দিকে। দেখা যায়, দু’জনের হাতেই দামি স্মার্টফোন রয়েছে। (Representational Image) 
advertisement
6/8
টিটি বললেন, ‘মোবাইল এত দামি, অথচ টিকিট কাটার জন্য টাকা নেই?’ প্রথমে তাঁরা নানা কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু টিটি কড়া মনোভাব দেখাতেই তাঁরা ব্যাগ থেকে টাকা বের করে জরিমানা মেটান। এই দৃশ্য দেখে আশপাশের যাত্রীরা হাসিতে ফেটে পড়েন। (Representational Image) 
advertisement
7/8
এই তল্লাশি অভিযানে বিনা টিকিটে যাত্রা, অনিয়মিত টিকিট, অনবুকড লাগেজ এবং প্ল্যাটফর্মে আবর্জনা ফেলার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। মোট ১৫৫ জন যাত্রীর থেকে ৭৪,৭৭৫ টাকা জরিমানা আদায় করা হয়। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংরক্ষিত টিকিটধারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন অভিযান চালানো হচ্ছে। (Representational Image) 
advertisement
8/8
এর ফলে রেলের রাজস্বও বৃদ্ধি পাচ্ছে। শুধু ট্রেনেই নয়, স্টেশনেও এই অভিযান চালানো হচ্ছে, যার ফলে স্টেশন থেকে বের হওয়ার সময়ও অনেককে ধরপাকড় করা হচ্ছে। (Representational Image) 
বাংলা খবর/ছবি/দেশ/
ট্রেনে সফর করছিলেন ২ সাধু, TT এসে টিকিট দেখতে চাইলে বললেন, ‘বাবা, আমাদের টাকা কোথায়?’ কিন্তু...হাতে এটা কী? যা জানা গেল!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল