TRENDING:

TRF: 'আরও বড় হামলা করব', ফের হুঁশিয়ারি পহেলগাঁও কাণ্ডের জঙ্গি সংগঠন টিআরএফ-এর! বারবার বয়ান বদলে কোন রহস্য?

Last Updated:
TRF: লক্ষ্য ইসলামিক ফুটপ্রিন্ট মুছে স্থানীয় রেজিস্ট‍্যান্স ফোর্স হিসেবে নিজেদের রিব্র‍্যান্ডিং করা। যাতে জঙ্গিবাদকে স্থানীয় বিদ্রোহের মুখোশ পরানো যায়।
advertisement
1/8
'আরও বড় হামলা করব', ফের হুঁশিয়ারি পহেলগাঁও কাণ্ডের জঙ্গি সংগঠন টিআরএফ-এর!
TRF: দ‍্য রেজিস্ট‍্যান্স ফোর্স- পহেলগাঁও হামলার পর থেকে ভারতের প্রায় সব মানুষের পরিচিত হয়ে গিয়েছে এই নাম। কিন্তু কারা এই টিআরএফ? দ‍্য রেজিস্ট‍্যান্স ফোর্স। কাশ্মীর ভ‍্যালিতে ৩৭০ ধারা অবলুপ্তির পর লস্কর-এ-তৈবার রিব্র‍্যান্ডিং হয় দ‍্য রেজিস্ট‍্যান্স ফোর্স হিসেবে। অপারেশন হেড সইফুল্লা।
advertisement
2/8
লক্ষ্য ইসলামিক ফুটপ্রিন্ট মুছে স্থানীয় রেজিস্ট‍্যান্স ফোর্স হিসেবে নিজেদের রিব্র‍্যান্ডিং করা। যাতে জঙ্গিবাদকে স্থানীয় বিদ্রোহের মুখোশ পরানো যায়।
advertisement
3/8
তাতে লাভ? জঙ্গিবাদকে আর্থিক সহযোগিতা করার অভিযোগে আন্তর্জাতিক সংগঠন— FATF বা ফিনান্সিয়াল অ‍্যাকশন টাস্ক ফোর্সের তরফে আসা চাপ নিয়ন্ত্রণে রাখা।
advertisement
4/8
অপারেশন— ২০১৯ সালের পর থেকে উপত‍্যকা এলাকায় সাধারণ মানুষের উপর একের পর এক হামলা। জম্মুর রিয়াসি হামলার সঙ্গে যুক্ত ছিল এই টিআরএফ। পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলা।
advertisement
5/8
একাধিক TRF জঙ্গি হাইলি ট্রেন্ড। সাজাদ গুল, বসিত আহমেদ, সালিম রহমানী সহ একাধিক জঙ্গি ভারতের মাটিতে এক্টিভ। এঁদের অনেকেরই খোঁজ পেতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা রয়েছে এনআইএর তরফে।
advertisement
6/8
টিআরএফ এবং তাঁদের গত সাতদিনের বদলাতে থাকা বয়ান।* পহেলগাঁও হামলার দিন, অর্থাৎ ২২/৪/২৫ সে হামলার দায় নিয়েছিল টিআরএফ। সেখানে জম্মু-কাশ্মীরে বাইরে থেকে মানুষ এসে ডোমিসাইল নিচ্ছে, তার প্রতিবাদে এই হামলা বলে উল্লেখ।* ২৫/৪/২৫– পহেলগাঁও হামলার দায় নিতে অস্বীকার TRF-এর। ভারতীয় গুপ্তচর সংস্থা এবং সাইবার ক্রাইম তাদের সাইট হ্যাক করে রিলিজ দিয়েছিল বলে দাবি* ২৭/৪/২৫– ফের প্রকাশিত রিলিজে বালুচিস্তানে অশান্তির পিছনে ভারতকে দায়ী করে ইঙ্গিত দেওয়া হয়, পহেলগাঁও হামলা তারই প্রত্তুত্তর।* ২৮/৪/২৫– নতুন একটি রিলিজে বলা হয়, যদি জঙ্গিদের বাড়ি ভাঙা বন্ধ না হয়, তাহলে আরও বৃহত্তর নাশকতা হবে।
advertisement
7/8
গোয়েন্দারা মনে করছেন, পহেলগাঁও হামলার পর আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান কিছুটা টলমল করাতেই তাদের অন‍্যতম সহযোগী আইএসআইয়ের নির্দেশে ২৭ তারিখ হামলার দায় অস্বীকার করে টিআরএফ। কিন্তু ভারত নিজের অবস্থানে অনড় থাকায়, ফের ইঙ্গিত দেওয়া হয় এটা বালুচিস্তানের পাল্টা।
advertisement
8/8
গোয়েন্দারা মনে করছেন, ভারতের প্রত‍্যাঘাতের হুমকি অনেকটাই বিচলিত করেছে আইএসআই এবং পাক সেনাকে। ইতিমধ্যেই সীমান্তবর্তী বিভিন্ন লঞ্চপ্যাড খালি করা থেকে যুদ্ধ বিমান পিওকে-তে পাঠানো— এসবের পরও পাক সেনা এবং আইএসআই ঠাহর করতে পারছে না কোন পথে হবে ভারতের প্রত‍্যাঘাত। আর তাই নিজের অবস্থানে টিকে থাকতে পারছে না টিআরএফ-ও।
বাংলা খবর/ছবি/দেশ/
TRF: 'আরও বড় হামলা করব', ফের হুঁশিয়ারি পহেলগাঁও কাণ্ডের জঙ্গি সংগঠন টিআরএফ-এর! বারবার বয়ান বদলে কোন রহস্য?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল