Kali Pujo- Train Accident: কালীপুজোর সন্ধেয় ফের রেল দুর্ঘটনা! বাতিল রাজ্যের বহু ট্রেন, যাত্রীদের প্রবল ভোগান্তি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Kali Puja Train Accident: কালীপুজোর সন্ধেয় ফের ট্রেন দুর্ঘটনা, এবার ঘটনাস্থল অসম। বৃহস্পতিবার রাতে অসমের মুপা স্টেশনের বেলাইন হয়ে যায় একটি শস্য বোঝাই মালগাড়ি।
advertisement
1/5

কালীপুজোর সন্ধেয় ফের ট্রেন দুর্ঘটনা, এবার ঘটনাস্থল অসম। বৃহস্পতিবার রাতে অসমের মুপা স্টেশনের বেলাইন হয়ে যায় একটি শস্য বোঝাই মালগাড়ি। প্রতীকী ছবি।
advertisement
2/5
ট্রেন পরিষেবা বিদ্ধস্ত হয়ে পড়ে এই দুর্ঘটনার ফলে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও লামডিং-বদরপুর হিল সেকশনে মুপা স্টেশনের কাছে একটি মালবোঝাই ট্রেন বেলাইন হয়। প্রতীকী ছবি।
advertisement
3/5
এর ফলে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও এর ফলে যাত্রী পরিষেবা প্রবলভাবে বিদ্ধস্ত হয়ে পড়ে। এর ফলে বৃহস্পতিবার ৪টি ট্রেন বাতিল করা হয়। প্রতীকী ছবি।
advertisement
4/5
শুধু তাই নয়, শুক্রবার ০৫৬২৭ গুয়াহাটি থেকে আগরতলা গামী বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে, ০৫৬৯৭ নিউ জলপাইগুড়ি থেকে আগরতলার বিশেষ ট্রেন এবং ১৫৬১৭ গুয়াহাটি থেকে দুল্লাবচেরার এক্সপ্রেস ট্রেন। প্রতীকী ছবি।
advertisement
5/5
এছাড়াও বৃহস্পতিবারের শিলচর-তিরুবনন্তপুরমের আরোনাই এক্সপ্রেস বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার ভোর সাড়ে ৬টায় ছেড়েছে। প্রতীকী ছবি।