Train Accident: রেল লাইন পেরোনোর সময় আটকে গেল এসইউভি! লাইনে এল ট্রেন, সজোরে ধাক্কা! তারপর যা হল…
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train Accident: বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিহারের বখতিয়ারপুর-রাজগির রেল বিভাগে।
advertisement
1/5

বিহারে বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বখতিয়ারপুর-রাজগির রেল বিভাগে। Image: Social Media
advertisement
2/5
বেআইনি লেভেল ক্রসিং পেরোনোর সময়ে বিহারশরিফ জংশন এবং পাওয়াপুরি স্টেশনের কাছে লাংড়ি বিঘা গ্রামে ঘটেছে। সেই সময় ওই লাইনে দানাপুর থেকে রাজগির যাচ্ছিল ট্রেনটি। প্রতীকী ছবি
advertisement
3/5
গাড়িটিকে কোনও ভাবেই লাইন থেকে সরানো যায়নি। তারপর উপায় না দেখে বোলেরো থেকে ঝাঁপ দেন যাত্রীরা। প্রতীকী ছবি
advertisement
4/5
ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ওই রুটে রেল পরিষেবাও বন্ধ করতে হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন রেল আধিকারিকরা এবং পুলিশ। প্রতীকী ছবি
advertisement
5/5
যদিও বোলেরোয় থাকা যাত্রীরা দুর্ঘটনার পরেই পালিয়ে যান। দুর্ঘটনার জেরে বোলেরোটি আটকে যায় ট্রেনের ইঞ্জিনে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত চলছে।