Train accident news: ফের রেলে বিপদ! লাইনে থাকা বড় পাথরে ধাক্কা যাত্রীবোঝাই ট্রেনের, আতঙ্কিত যাত্রীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train accident news: মঙ্গলবারই তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। বুধবার রেল নিয়ে আরও একটি বিপজ্জনক ঘটনা সামনে এনেছে ভারতীয় রেল।
advertisement
1/6

মঙ্গলবারই তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তামিলনাড়ুর ভিল্লুপুরম স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় প্যাসেঞ্জার ট্রেনের ৫টি কামরা। Representative Image
advertisement
2/6
বুধবার রেল নিয়ে আরও একটি বিপজ্জনক ঘটনা সামনে এনেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, বরেলি-পিলভিট লাইনের উপরে একটি বড় পাথর রাখা ছিল। Representative Image
advertisement
3/6
সেই সময় ওই লাইন দিয়ে যাচ্ছিল টনকপুর-বরেলি মেমু ট্রেন। পাথরে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
advertisement
4/6
ঘটনা প্রসঙ্গে, ইজ্জতনগরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বলেন, “এরম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য একটি এফআইআর রুজু করা হয়েছে”। Representative Image
advertisement
5/6
রেল সূত্রে খবর, ওই ট্রেনটি সোমবার বিকেল ৫টা ৪৫ নাগাদ বিজাউরিয়া স্টেশনের কাছে পাথরটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
advertisement
6/6
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। কী ভাবে পাথরটি লাইনে এল, কে বা কারা রাখল জানতে তদন্ত শুরু করা হয়েছে। Representative Image